পাকিস্তান-শ্রীলঙ্কার ম্যাচ যেন রেকর্ডের পসরা সাজিয়ে বসেছিল। পাকিস্তানি বোলারদের তুলোধুনো করে সেঞ্চুরি তুলে নিয়েছিলেন শ্রীলঙ্কার দুই ব্যাটসম্যান কুশাল মেন্ডিস ও সামারাবিক্রমা। তাদের জোড়া সেঞ্চুরিতে শ্রীলঙ্কা ৩৪৪ রান করে।
পাকিস্তানও কম যায়নি। ৩৪৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১০ বল হাতে রেখেই জয় পায় বাবর আজমের দল। তাদের হয়েও জোড়া সেঞ্চুরি করেছেন আবদুল্লাহ শফিক ও মোহাম্মদ রিজওয়ান। দুই দলের মোট চারজনের সেঞ্চুরিতেই রেকর্ড বইয়ে নাম লেখালো পাকিস্তান-শ্রীলঙ্কা।
বিশ্বকাপ ইতিহাসের আর কোন ম্যাচে ৪ সেঞ্চুরি দেখেনি কেউ। এর আগে ওয়ানডে ক্রিকেটে কেবল দুইবার এক ম্যাচে চার সেঞ্চুরি দেখেছিল ক্রিকেট বিশ্ব।
তাছাড়া পাকিস্তানের বিশ্বকাপ ইতিহাসে উইকেটকিপার হিসেবে সর্বোচ্চ ১৩৪ রানের ইনিংস খেলেন রিজওয়ান। তাছাড়া বিশ্বকাপে এটিই পাকিস্তানের সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড। ওয়ানডেতে পাকিস্তানের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ডটি অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৪৮ রানের লক্ষ্য।
Development by: webnewsdesign.com