বাংলাদেশ সচিবালয় বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারি রিপোর্টাস রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ)-এর সহ-সভাপতি পদে জিটিভি’র বিশেষ প্রতিনিধি সাজু রহমান নির্বাচিত হওয়ায় তাকে সহ নির্বাচিত সকলের প্রতি সামাজিক সংগঠনসহ বিভিন্ন মহলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ১৬ জুন রোববার জাতীয় প্রেসক্লাবে বিএসআরএফ-এর ২০১৯-২০২০ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। নির্বাচন কমিশনের সদস্য ছিলেন ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত ও দৈনিক সংবাদ-এর ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ুন।
নির্বাচনে মোট ১১৪ জন ভোটারের মধ্যে ১১২ জন ভোট প্রদান করেন। ফোরামের নির্বাচিতরা হলেন: সভাপতি- তপন বিশ্বাস (দৈনিক জনকণ্ঠ), সহ সভাপতি- সাজু রহমান (জিটিভি), সাধারণ সম্পাদক পদে শামীম আহমেদ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম), সহ সাধারণ সম্পাদক- আনিসুর রহমান (আমাদের অর্থনীতি), সাংগঠনিক সম্পাদক- ইসমাইল হোসেন (বাংলানিউজ টুয়েন্টিফোর ডটকম), অর্থ সম্পাদক- মাসউদুল হক (ইউএনবি), দপ্তর সম্পাদক- মাসুদ রানা (জাগো নিউজ টুয়েন্টিফোর ডটকম) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক- ইনকিলাবের হাবিবুর রহমান (পঞ্চায়েত হাবিব)।
এছাড়া গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক পদে নিয়ামুল আজিজ সাদেক (এসএ টিভি) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিতরা হলেন: আকতার হোসাইন (ভোরের ডাক), শফিউল্লাহ সুমন (বিটিভি), মেহেদী আজাদ (জাগরণ), মোরসালীন বাবলা (চ্যানেল আই), ঝর্ণা রায়, এমএ জলিল (মুন্না রায়হান-ইত্তেফাক), এসএম আব্বাস (বাংলা ট্রিবিউন) এবং নাফিউল ইসলাম (চ্যানেল টুয়েন্টিফোর)
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |
Development by: webnewsdesign.com