কুড়িগ্রামের জেলা প্রশাসক সুলতানা পারভীনের নির্দেশে বাংলা ট্রিবিউনের প্রতিনিধি আরিফুল ইসলাম রিগ্যানকে মিথ্যা মামলায় দণ্ডাদেশ ও নির্যাতনসহ সারা দেশে সাংবাদিকদের উপর নির্যাতনের প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম মৌলভীবাজার জেলা শাখা।
সোমবার (১৬ মার্চ) সকাল ১১ টায় প্রেসক্লাবের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
বিএমএসএফ জেলা শাখার সভাপতি বেলাল তালুকদার এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক এম এ কাইয়ুম সুলতানের সঞ্চালনায় আয়োজিত এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক বকশি ইকবাল আহমেদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি মস্তফা উদ্দিন, শ্রীমঙ্গল শাখার সাধারণ সম্পাদক আবুজার বাবলা, সুধাংশু শেখর হালদার, মামুনুর রহমান চৌধুরী মসু, যুগ্ম সম্পাদক মোনায়েম খান, সাংগঠনিক সম্পাদক রোমান আহমদ, দপ্তর সম্পাদক সুলতানুল ইসলাম, হুমায়ুন রহমান বাপ্পি, মীর রুমানা আক্তার রুমু, এলিসন সঙ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, কুড়িগ্রামের জেলা প্রশাসক সুলতানা পারভীনের দুর্নীতির খবর প্রকাশ করায় বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি সাংবাদিক আরিফুল ইসলাম রিগ্যানকে সাজানো মিথ্যা অভিযোগে আটক, উলঙ্গ করে নির্যাতন ও দণ্ড দেয়া সহ দেশব্যাপী সাংবাদিক গুম, খুন, মামলা, হামলা, গ্রেফতার, হয়রানি নির্যাতন বন্ধ করার দাবি জানান। সেই সাথে শুধু ডিসিকে প্রত্যাহার নয় তার সাথে যুক্ত সকল ষড়যন্ত্রকারীদের শাস্তির দাবি জানানো হয়।।
Development by: webnewsdesign.com