টুডেনিউজ ডেস্ক ::
বিএনপির বানিজ্যবিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (৩ আগস্ট) বিকেলে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকের এক প্রশ্নের উত্তরে এ তথ্য জানান ডিবির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।
তিনি বলেন,কয়েকদিন আগে বিএনপির ডাকা অবৈধ সমাবেশ এবং যাত্রাবাড়ী এলাকার রাস্তা বন্ধ করে তারা যে বিনা অনুমতিতে অবৈধ সমাবেশ করেছিলেন,সেখানে পুলিশ বাধা দেয়ার কারণে উপস্থিত ছাত্রদল,যুবদল,বিএনপির নেতা-কর্মীরা পুলিশের ওপর হামলা করে,রক্তাক্ত করে,ঢিল ছোঁড়ে এবং তিনটি বাসে আগুন লাগায়।
তিনি আরও বলেন,এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় চারটি মামলা হয়েছে। সেই মামলার দুটিতে এক নম্বর আসামি সালাউদ্দিন। বাকি দুটি মামলায়ও তিনি এজাহারভুক্ত আসামি। সে কারণে ডিবি ওয়ারী বিভাগ তাকে গ্রেপ্তার করেছে। আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা যা নেয়া দরকার তা নিয়েছি।
এর আগে তার ছেলে ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিন সাংবাদিকদের অভিযোগ করে বলেন,বৃহস্পতিবার দুপুর দেড়টায় আদালতে হাজিরা দিয়ে বাসায় ফেরার পথে যাত্রাবাড়ি থেকে (হানিফ উড়ালসড়ক সড়ক) বাবাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে নিয়ে গেছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |
Development by: webnewsdesign.com