শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি, দুঃস্থদের মধ্যে অনুদান বিতরণ অনুষ্ঠান

বাংলাদেশের উন্নয়ন বিশ্ববাসী অবাক দৃষ্টিতে দেখছে, বড়লেখায় মন্ত্রী শাহাব উদ্দিন

শনিবার, ০৬ জুলাই ২০১৯ | ৯:১৮ অপরাহ্ণ | 1077

বাংলাদেশের উন্নয়ন বিশ্ববাসী অবাক দৃষ্টিতে দেখছে, বড়লেখায় মন্ত্রী শাহাব উদ্দিন
শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি, দুঃস্থদের মধ্যে অনুদান বিতরণ অনুষ্ঠান

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, ‘বাংলাদেশ উন্নত দেশ হয়ে যাচ্ছে। এই উন্নয়ন বিশ্ববাসী অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখছে। তাঁরা বলে বাংলাদেশ একটা মডেল। দেশ খাদ্য রপ্তানি করার যোগ্যতা অর্জন করেছে। কিভাবে শেখ হাসিনা বাংলাদেশকে এত তাড়াতাড়ি খাদ্যে স্বয়ং সম্পূর্ণ করলেন। এটিরও প্রশংসা হচ্ছে।’

পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিন শনিবার (৬ জুলাই) বিকেলে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদ হতে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি, দুঃস্থদের মধ্যে ঢেউটিন, সেলাই মেশিন এবং আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ। বড়লেখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছাড়াও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম আল ইমরান, নারী ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আহাদ, উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন, বড়লেখা সরকারি কলেজের শিক্ষার্থী তাওহিদ মনোয়ার প্রমুখ।

মন্ত্রী বলেন, ‘সরকার লক্ষ্য নির্ধারণ করেছে বাংলাদেশ আর গরিবের দেশ থাকবে না। আগে প্রতিদিন বাড়িতে বাড়িতে অনেক ভিক্ষুক আসত। এখন সারা দিনে বাড়িতে একজন ভিক্ষুকও দেখা যায় না। কারণ সরকার তাদের সাহায্য সহযোগিতা করছে। ফলে তারা ভিক্ষাবৃত্তি ছেড়ে দিয়েছে।’

মন্ত্রী আরো বলেন, ‘বড়লেখা উপজেলাকে ভিক্ষুকমুক্ত ঘোষণা করা হয়েছে। স্থানীয় লোকজন যারা ভিক্ষা করতেন। তাদের আর্থিক সহায়তা, প্রতিমাসে ৩০ কেজি করে চাল প্রদান ও বিভিন্ন ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। এই কারণে তারা এখন এই পথ ছেড়ে দিয়েছেন।’
অনুষ্ঠানে বড়লেখা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. শরীফ উদ্দিন, আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ডা. প্রণয় কুমার দে, সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক, উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ ভূষণ পাল, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক গোপাল দত্ত, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, কৃষি কর্মকর্তা দেবল সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওবায়েদ উল্লাহ খান, দক্ষিণভাগ ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন, নিজ বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান ময়নুল হক, দক্ষিণ শাহবাজপুর ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন, দক্ষিণভাগ উত্তর ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন, তালিমপুর ইউপি চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপজেলা পরিষদের ৯ লাখ ২০ হাজার টাকার অনুদান হতে ৩৭ জনকে ঢেউটিন, ২০০ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি, দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৯ জনকে আর্থিক অনুদান ও ১২জন নারীকে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। একই অনুষ্ঠানে ধর্মবিষয়ক মন্ত্রণালয় হতে বরাদ্দকৃত ২টি মসজিদে ৫০ হাজার করে মোট ১ লাখ টাকার চেক, ১টি মন্দিরে ২০ হাজার টাকার চেক, পরিবেশ মন্ত্রীর ঐচ্ছিক তহবিল হতে বিভিন্ন শ্রেণি-পেশার ১১৭জনকে ৫ লাখ ৩০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। এছাড়া ঢাকায় অনুষ্ঠিত ৪০তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় বড়লেখা সরকারি কলেজের শিক্ষার্থী তাওহিদ মনোয়ার পঞ্চম স্থান অধিকার করায় পরিবেশ মন্ত্রী মো. শাহাব উদ্দিন তার হাতে ২০ হাজার টাকা পুরস্কার তুলে দেন।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
  • সর্বশেষ
  • সর্বাধিক

Development by: webnewsdesign.com