গাজীপুর প্রতিনিধি:: গাজীপুরে জাঁকজমকপূর্ণভাবে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কেক কেটে দেশের অন্যতম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এশিয়ান টেলিভিশনের অষ্টম বর্ষপূর্তি উৎযাপিত হয়েছে।
সোমবার (১৮ জানুয়ারি) সকালে গাজীপুর সদর প্রেসক্লাবে এশিয়ান টেলিভিশনের গাজীপুর প্রতিনিধি মো. আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান আলহাজ্ব রিয়াজ উদ্দিন (রিয়াজ)।
এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মামুন আল রশিদ, এনআরবি ব্যাংক হোতাপাড়া শাখার ব্যবস্থাপক জসিম উদ্দিনও অধ্যক্ষ জালাল উদ্দিন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর সদর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোশারফ হোসাইন প্রধান সহ-সভাপতি রমজান আলী রুবেল, যুগ্ম-সাধারণ সম্পাদক মইজুদ্দিন পারভেজ,নতুন সময় টিভি’র প্রতিনিধি ওবাইদুল ইসলাম,যায়যায়দিন প্রতিনিধি আইয়ূব,আমার সময় প্রতিনিধি ইব্রাহিম,দপ্তর সম্পাদক রাকিবুল হাসান খাঁন আহাদ, মহিলা বিষয়ক সম্পাদিকা এলিজা পারভীন লিজা, ধর্ম বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, সহ -মহিলা বিষয়ক সম্পাদিকা খাদিজা আক্তার, সমাজকল্যাণ সম্পাদক সোহেল মণ্ডল,সহ-সমাজকল্যাণ সম্পাদক জুয়েল আলম,প্রচার সম্পাদক মাসুম বিল্লাহ্, কোষাধ্যক্ষ মনির হোসেন,কার্যনির্বাহী সদস্য মনির, সাংবাদিক রিনা, বিশিষ্ট ব্যবসায়ী গাজী কামরুল ইসলাম কইয়ূম,বিশিষ্ট ব্যবসায়ী বাচ্চু,হারুন-অর-রশিদ ও মুঞ্জুরুল ইসলামসহ অন্যান্য প্রিন্ট ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এসময় বক্তারা করোনাকালীন সময়ে বিশেষ ভূমিকা পালন করায় টেলিভিশনটির সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী কে ধন্যবাদ জানান, এবং টেলিভিশনটির উন্নতি কামনা করেন।গাজীপুর সদর প্রেসক্লাবের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। পরে এক র্যালী শেষে দুস্থ ও দরিদ্রের মধ্যে খাবার বিতরণ করা হয়। এর আগে ৮ম বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা হয়।
Development by: webnewsdesign.com