আপডেট

x


বরমচালে স্টুডেন্টস কেয়ার মেধা প্রকল্প প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

শনিবার, ৩০ নভেম্বর ২০১৯ | ২:৪৬ অপরাহ্ণ | 534

বরমচালে স্টুডেন্টস কেয়ার মেধা প্রকল্প প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

স্বেচ্ছায় রক্তদান সংস্থা বরমচাল কর্তৃক আয়োজিত ৩য় বারের মত বরমচাল,ভাটেরা,ব্রাহ্মণবাজার ও ভুকশিমইল এই ৪টি ইউনিয়নের পরীক্ষার্থীদেরকে নিয়ে স্টুডেন্টস কেয়ার মেধা প্রকল্প প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০১৯ সফলভাবে সম্পন্ন হলো। শুক্রবার ২৯ নভেম্বর বরমচাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত এই মেধা বৃত্তি পরিক্ষায় ইউনিয়ন ভিত্তিক ৪২ টি সরকারি, বেসরকারি স্কুল ও মাদ্রাসার মোট ১৭৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

স্বেচ্ছায় রক্তদান সংস্থা বরমচালের আমন্ত্রণে অতিথি হিসেবে প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষার হল পরিদর্শন করেন বরমচাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্বেচ্ছায় রক্তদান সংস্থা বরমচাল এর উপদেষ্টা আব্দুল আহবাব চৌধুরী শাহজান, সাবেক চেয়ারম্যান ইসহাক চৌধুরী ইমরান,বরমচাল ইউনিয়ন আওয়ামি লীগ সভাপতি আব্দুর রউফ চৌধুরী তুতি, সাধারণ সম্পাদক মো. তাজ খান, যুক্তরাজ্য প্রবাসী ফারক উদ্দিন সুন্দর, নন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃপাময় চক্রবর্তী, উত্তরভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ ঘোষ, বিজিবি অবঃ সুবেদার সিরাজুল ইসলাম, বরচাল ইউ.পি ২নং ওয়ার্ড সদস্য মোতাহির উদ্দীন শিশু, ৪নং ওয়ার্ড সদস্য আশরাফুল ইসলাম রাজিব, বরমচাল ফুলেরতল বাজার বণিক সমিতির সভাপতি আবুল হোসেন খান বাবলু, সাধারণ সম্পাদক হেলাল খান, যুবনেতা আবুল হোসেন খছরু, যুক্তরাজ্য প্রবাসী মো.সুজাত খান, আব্দুর জহুর ডেন, সংলাপের স্টাফ রিপোর্টার সাংবাদিক শাকিল সিদ্দিকী খালেদ, মো.তইমুছ খান ও মো.আলাল খান। এছাড়াও বরমচাল ইউনিয়ন তালামীয, মাধবপুর স্বেচ্ছা সেবক সংস্থা, ভাটেরা রেডস,ভাটেরা গার্লস স্কুল, মাষ্টার্স গ্রুপ ও অরবিটাল গ্রুপের সংশ্লিষ্ট সকল সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও শিক্ষার্থীদের অভিবাবক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন বরমচাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আসফাক আহমদ, হল সুপারের দায়িত্ব পালন করেন মো.সুমন আহমদ, কক্ষ পরিদর্শকের দায়িত্বে ছিলেন আবুল কাশেম রিপন, ঝুমন কুমার দেব, কিশোর কুমার দেব, কামরুল আমীন, আলমগীর হোসেন, নাইমুর রহমান সোহান, জামিল সোবহান, কৌশিক রঞ্জন দেব, সাহেদ আহমদ, নাহিদ মিয়া, শেখ শিরিন আক্তার ও ফাতেমা তু জোহরা। এছাড়াও স্বেচ্ছায় রক্তদান সংস্থার সভাপতি, সম্পাদকসহ অত্র সংস্থার সংশ্লিষ্ট সকল উপস্থিত ছিলেন।

স্বেচ্ছায় রক্তদান সংস্থার সভাপতি মন্টু বর্ধন জানান, মেধাবৃত্তি পরীক্ষা সুষ্ঠু সুন্দর ও আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। মেধাবীদের মেধার বিকাশ ঘটাতে আলোকিত সমাজ বিনির্মাণে আগামীতেও আমাদের এ প্রয়াস অব্যাহত থাকবে। খুব শীঘ্রই পরীক্ষার ফল প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে পুরস্কার দেওয়া হবে।

এসএস খালেদ/২৪টুডেনিউজ.কম

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
  • সর্বশেষ
  • সর্বাধিক

Development by: webnewsdesign.com