বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলা কমিটির উদ্দ্যেগে প্রধানমন্ত্রীর ৭৩তম জন্মদিন পালন

সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০১৯ | ১১:৫৭ অপরাহ্ণ | 523

বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলা কমিটির উদ্দ্যেগে প্রধানমন্ত্রীর ৭৩তম জন্মদিন পালন

বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলা কমিটির উদ্দ্যেগে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৩তম জন্মদিন পালিত হয়েছে। সিলেট নগরী তালতলাস্থ রহমানীয়া সুপার মার্কেটে সংগঠনের নিজস্ব কার্যালয়ে আজ সন্ধ্যায় ৭ টায় কেক কাটা অনুষ্টানের উপস্তিত ছিলেন, ফাউন্ডেশনের সভাপতি ডা.বাহার উদ্দিন, সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল হালিম সাগর, ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য স্যায়িদ আহমদ সুহেদ,এড. ফরহাদ রুবেন, দিরাই উপজেলা ভাইস চেয়ারম্যান এড.রিপা সিনহা, সহ-সভাপতি হেলাল আহমদ চৌধুরী, মহানগর কমিটির সভাপতি ডা. নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক হচ্ছেন কাওসার আহমদ খসরু, কোষাধক্ষ্য মো: আব্দুল হামিদ (চতুলী), প্রচার সম্পাদক আবুল হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক শাহ ইসমাইল, মহিলা বিষয়ক সম্পাদক সাংবাদিক ফারহানা বেগম হেনা। সহ-দপ্তর সম্পাদক মো: জিয়াউর রহমান, সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শিমুল হাসান। সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক ফখরুল ইসলাম, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক রহমত আলী, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আল আমিন, মহানগর কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক ময়জুর রহমান নোমান, সাংগঠনিক সম্পাদক আশফাক আহমদ বাপ্পি, যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক আনহার উদ্দিন, জেলা কমিটির সদস্য সজিব আহমদ।

১৯৪৭ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজকের জন্মদিনটি এমন সময়ে পালিত হচ্ছে যখন তার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্রে উন্নীত হয়েছে। তিনি বর্তমানে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে যোগদান উপলক্ষে যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন দেশে এবং দেশের বাইরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তার জন্মদিন পালন করে। এক সময় ফাউন্ডেশনের অনুষ্টানে যোগদেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ এ সময় তিনি সংগঠনের বিভিন্ন কার্যক্রমের খোঁজ খবর নেন এবং সব রকম সহযোগীতার আশ্বাস প্রদান করেন। সে সময় সংগঠনের পক্ষ থেকে আসাদ উদ্দিনকে ফাউন্ডেশনের বিশেষ প্রকাশনা ‘বাংলার গর্বের ইতিহাস’ নামের একটি ম্যাগাজিন তুলেদেন নেতাকর্মীরা।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
  • সর্বশেষ
  • সর্বাধিক

Development by: webnewsdesign.com