বঙ্গবন্ধুর চরিত্রে শুভ, শেখ হাসিনা হবেন ফারিয়া

মঙ্গলবার, ০৩ মার্চ ২০২০ | ৭:৫৮ অপরাহ্ণ | 522

বঙ্গবন্ধুর চরিত্রে শুভ, শেখ হাসিনা হবেন ফারিয়া
আরিফিন শুভ ও নুসরাত ফারিয়া। ছবি: সংগৃহীত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে নির্মিত হতে যাওয়া ‘বঙ্গবন্ধু’ সিনেমার অভিনেতা অভিনেত্রীর নাম প্রকাশ করা হয়েছে।

এতে অভিনয়ের জন্য প্রাথমিকভাবে ৫০ জন শিল্পীকে নির্বাচিত করা হয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়।

তালিকা অনুযায়ী বঙ্গবন্ধুর চরিত্রে আরিফিন শুভ ও শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়াকে চূড়ান্ত করা হয়েছে। আর শেখ রেহানার চরিত্রে থাকছেন সামান্তা রহমান।

বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছার বড়বেলার চরিত্রে আছেন নুসরাত ইমরোজ তিশা ও ছোটবেলার চরিত্রে দীঘি অভিনয় করবেন।

আব্দুল হামিদ খান ভাসানীর চরিত্রে আছেন রাইসুল ইসলাম আসাদ, শেখ কামাল চরিত্রে কামরুল হাসান, শরীফ সিরাজ আছেন শেখ জামালের চরিত্রে। খন্দকার মোশতাক আহমেদের চরিত্রে দেখা যাবে ফজলুর রহমান বাবুকে। আয়ুব খান হিসেবে থাকবেন মিশা সওদাগর।

এছাড়া তাজউদ্দিন আহমেদের চরিত্রে নায়ক ফেরদৌস, এ কে ফজলুল হকের চরিত্রে শহীদুল আলম সাচ্চু, শহীদ সোহরাওয়ার্দীর চরিত্রে তৌকির আহমেদ, জেনারেল ওসমানির চরিত্রে খন্দকার হাফিজকে দেখা যাবে।

ছবিটির নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছে বলিউডের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগালকে। ১৭ মার্চ থে‌কে এফডিসিতে ছ‌বি‌টির শুটিং শুরু হবে। ২০২১ সা‌লের মা‌র্চের ম‌ধ্যে ছ‌বিটি মু‌ক্তি দেওয়া কথা রয়েছে।

শিল্পীদের তালিকা:

বঙ্গবন্ধুর চরিত্রে শুভ, শেখ হাসিনা হবেন ফারিয়া

বঙ্গবন্ধুর চরিত্রে শুভ, শেখ হাসিনা হবেন ফারিয়া

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
  • সর্বশেষ
  • সর্বাধিক

Development by: webnewsdesign.com