আপডেট

x


ফের ব্রি‌টে‌নের ছায়া উপমন্ত্রী টিউলিপ

বুধবার, ১৫ জানুয়ারি ২০২০ | ১০:২১ অপরাহ্ণ | 604

ফের ব্রি‌টে‌নের ছায়া উপমন্ত্রী টিউলিপ

আবারও ব্রি‌টে‌নের ছায়া উপমন্ত্রী হিসেবে নিযুক্ত হ‌য়ে‌ছেন বঙ্গবন্ধুর নাত‌নি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক। বি‌রোধীদল লেবার পা‌র্টির ছায়ামন্ত্রিসভায় ‘শ্যা‌ডো আর্লি ইয়ার্স মি‌নিস্টার’ হিসেবে নিযুক্ত হয়েছেন তিনি। এর আগেও এ পদে দায়িত্ব পালন করেছেন টিউলিপ।

ব্রি‌টে‌নের অনুষ্ঠিত সর্বশেষ নির্বাচ‌নে লন্ড‌নের হ্যাম্প‌স্টেড ও কিলবার্ন আস‌নে লেবার পার্টির হয়ে টানা তৃতীয়বা‌রের ম‌তো বিজয়ী হ‌ন টিউলিপ সিদ্দিক।



লন্ড‌নে জন্ম নেওয়া টিউলিপ ১৬ বছর বয়‌সে লেবার পার্টির সদস্য হিসেবে ব্রি‌টিশ রাজনী‌তি‌তে যুক্ত হন। এম‌পি নির্বা‌চিত হওয়ার আগে তিনি ক্যাম‌ডেন কাউন্সিলের কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছিলেন। ‌তি‌নিই ছিলেন ক্যাম‌ডেন কাউন্সিলের প্রথম বাংলা‌দেশি বংশোদ্ভূত নারী কাউন্সিলর।

টিউলিপ সিদ্দিক ড. শ‌ফিক সি‌দ্দিক এবং শেখ রেহানা দম্প‌তির তিন সন্তা‌নের ম‌ধ্যে দ্বিতীয়। ব্রি‌টে‌নের একটি বিশ্ববিদ্যালয়ের অর্থনী‌তির অধ্যাপক তার বাবা।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
  • সর্বশেষ
  • সর্বাধিক

Development by: webnewsdesign.com