সাদিয়া জাহান প্রভা। টেলিভিশন জগতের বেশ জনপ্রিয় একটি নাম। সুদর্শন চেহারা আর অভিনয় গুণে তিনি শোবিজ দুনিয়ায় নিজের জায়গা করে নিয়েছেন। প্রভা যেমন আলোচিত বা প্রশংসিত হয়েছেন, সমানভাবে হয়েছেন বিতর্কিতও। ব্যক্তিগত কিছু ঘটনায় তার কেরিয়ার রীতিমত হুমকির মুখে পড়ে।
তবে সেই জটিলতা কাটিয়ে প্রভা ফিরে এসেছেন। নিয়মিত কাজ করছেন নাটক-টেলিফিল্মে। বর্তমান সময়ে তার ব্যস্ততাও উল্লেখ করার মতো।
এদিকে গতকাল (বুধবার) অভিনেত্রী নিজের ইনস্ট্রাগ্রাম থেকে একটি ভিডিও পোস্ট করেছেন। আর সেটি পোস্ট করতেই হু হু করেই ছড়িয়ে পড়ে।
ছবির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, গোসলের পরে…
পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে অভিনেত্রী সাদা রঙ্গের একটি বাথ রোব পড়ে আছেন। আর হাত দিয়ে ভালবাসার চিহ্ন এঁকে আই লাভ ইউ বলছেন তিনি। আর এই ভিডিওতে ভিজে চুলে তাকে বেশ উষ্ণ এবং সুন্দর লাগছে বলেও কমেন্ট করেছেন অনেকে।
ভিডিও লিংক:: https://youtu.be/l5mfPukLIOs?t=112
Development by: webnewsdesign.com