কুলাউড়া বরমচালের বড়ছড়া ব্রিজে আন্তঃনগর উপবন এক্সপ্রেস স্মরণকালের ভয়াবহ দুর্ঘটনার রেশ কাট না কাটতে ফের কুলাউড়ায় জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন দূর্ঘটনার শিকার! এতে প্রায় ১০ জন যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
মৌলভীবাজারের কুলাউড়ায় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেসের একটি বগি আউটার সিগনাল থেকে ‘ঞ’ বগি লাইনচ্যুত হয়ে প্রায় ৫০০ মিটার হেছড়ে স্টেশন প্লাটফর্মে গিয়ে পৌছায় ট্রেনটি। শুক্রবার (১৯ জুলাই) বেলা ১২ টার দিকে সিলেট-কুলাউড়া আউটার জংশনের সিগনাল অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে।
তবে এ ঘটনায় কোনো নিহত হওয়ার খবর পাওয়া যায়নি। এ ঘটনায় সিলেটের সাথে ২ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকার পর পুনরায় বেলা ১ টা ৫০ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
রেল সূত্রে জানা গেছে, জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাচ্ছিল। এ সময় সিলেট-কুলাউড়া রেল সেকশনের কুলাউড়া আউটার জংশনের সিগনালের কাছে পৌঁছালে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। মাঝের বগি লাইচ্যুত হলেও ট্রেনটি কুলাউড়া জংশন পর্যন্ত টেনে নিয়ে আসে।
এসময় ৫০০ মিটারের উপরে রেললাইন ও লাইনে থাকা ¯স্লিপার ও পাত্তি জয়েন্টের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পরে বেলা ১ টা ৫০ মিনিটে দিকে লাইনচ্যুত হওয়া বগিটি রেখে কুলাউড়া ষ্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে জয়ন্তিকা এক্সপ্রেসটি ছেড়ে যায়।
প্রতক্ষদর্শী শুভাষ বাস্কর ও চান মিয়া এ প্রতিবেদক কে জানায়, উটার সিগনাল ক্রস করার সময় বিকট শব্দে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হতে দেখে ট্রেনে থাকা যাত্রীরা আতংকিত হয়ে পড়লে অনেকে লাফিয়ে পড়ে। এতে করে ১০/১২ জন যাত্রী আহত হয়।
কুলাউড়া রেল স্টেশনের স্টেশন মাস্টার মহিব উদ্দিন জানান, যে বগিটি লাইনচ্যুত হওয়া বগিটি উদ্ধারের পর সেটি রেখেই জয়ন্তিকা এক্সপ্রেসটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। সিলেট থেকে আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি সকাল ৮ টা ৪০ মিনিটে ছাড়ার কথা থাকলেও দুপুর ১০ টা ১৫ মিনিটে ছাড়ে। কুলাউড়া রেলওয়ে ষ্টেশনে আসার পথে জয়ন্তিকা এক্সপ্রেসের (ঞ) বগি লাইনচ্যুত হয়।
সিলেটের সহকারী প্রকৌশলী এস এম মাহমুদুর রহমান বলেন, ঘটনারস্থ পরির্দশন করা হয়েছে। একাধিক কারণে এ দূর্ঘটনা হতে পারে তবে ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এই মূর্হূতে কিছু বলা যাচ্ছে না।
উল্লেখ গত ২৪ জুন মৌলভীবাজারের কুলাউড়া বরমচাল এলাকায় একটি সেতু পার হওয়ার সময় উপবন এক্সপ্রেসে ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে খালে পড়ে যায়। এ ঘটনায় ৫ জন নিহত এবং অর্ধ শতাধিক আহত হয়।
Development by: webnewsdesign.com