বড়লেখা প্রতিনিধি:: ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর হামলা ও গণহত্যার প্রতিবাদে মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হয়েছে।
শুক্রবার (২১ মে) বিকেলে পৃথকভাবে উপজেলা খেলাফত মজলিস ও আনঞ্জুমানে আল ইসলাহ বড়লেখা পৌর শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে।
শুক্রবার বিকেলে আনঞ্জুমানে আল ইসলাহ বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে বড়লেখা পৌর শহরে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল শেষে শহরের ইসলামীয়া মার্কেটের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা আল ইসলাহের সভাপতি মাওলানা আব্দুর রহমান সভাপতিত্বে ও সহসাধারণ সম্পাদক শাহেদ আহমদ জুয়েলের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা আল ইসলাহর সিনিয়র সহ-সভাপতি ছালেহ আহমদ কবির, উপজেলা আল ইসলাহর সহ-সভাপতি কাজি আব্দুর রহমান, উপজেলা আল ইসলাহর সাংগঠনিক সম্পাদক শামছুল ইসলাম।
এসময় উপজেলা ক্বারী সোসাইটির সাধারণ সম্পাদক আমানুর রহমান, সিলেট মহানগর কাজী সোসাইটির সাংগঠনিক সম্পাদক কাজী জয়নুল ইসলাম, উপজেলা তালামীযের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা সেলিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে খেলাফত মজলিস বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে পৌরশহরে বিক্ষোভমিছিল বের হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে বড়লেখা বড় মসজিদের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এতে খেলাফত মজলিস বড়লেখা উপজেলা সভাপতি কাজী মাওলানা এনামুল হকের সভাপতিত্বে ও উপজেলা সহ- সাধারণ সম্পাদক ফয়ছল আলম স্বপনের পরিচালনায় বক্তব্য দেন খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা প্রচার সম্পাদক এম.এম. আতিকুর রহমান, উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা লুৎফুর রহমান, সহ সাধারণ সম্পাদক মুহাম্মদ খায়রুল ইসলাম, ইসলামী ছাত্র মজলিস মৌলভীবাজার জেলা অফিস সম্পাদক আনিসুল ইসলাম, উপজেলা সভাপতি আব্দুল্লাহ আল নোমান, খেলাফত মজলিস বড়লেখা উপজেলা প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ফজলুর রহমান।
এময় খেলাফত মজলিস উপজেলা সাংগঠনিক সম্পাদক মনসুর আহমদ, প্রচার সম্পাদক এনামুল হক, ছাত্র মজলিস মৌলভীবাজার জেলা বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ হাবিবুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক সেলিম উদ্দিন, অফিস সম্পাদক মাওলানা জাহেদ আহমদ,মাওলানা আব্দুল কাইয়ুম, মাওলানা মারুফ আহমদ,বদর উদ্দিন ওমর, নুরুল আলম, আব্দুল মুকিত, আব্দুল্লাহ মাসরুর, জুনাইদ আহমদ, লাবিব সিদ্দিকি প্রমুখ উপস্থিত ছিলেন।
Development by: webnewsdesign.com