আপডেট

x


প্রেমিকার অশ্লীল ছবি তুলে ১০ লাখ টাকা চেয়েছিলেন তিনি

শনিবার, ১৭ আগস্ট ২০১৯ | ১০:৪৩ অপরাহ্ণ | 649

প্রেমিকার অশ্লীল ছবি তুলে ১০ লাখ টাকা চেয়েছিলেন তিনি

গাইবান্ধায় শাহাদৎ হোসেন (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তিনি দশম শ্রেণির এক স্কুলছাত্রীর অশ্লীল ছবি তুলে ইন্টানেটে ছেড়ে দেয়ার হুমকি দিয়ে ১০ লাখ টাকা চাঁদার দাবি করেছিলেন।

সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের চকবরুল বগুড়াপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে শনিবার সন্ধ্যায় নিশ্চিত করেছেন সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার।



শাহাদৎ হোসেন সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের চকবরুল বগড়াপাড়া গ্রামের নছিম উদ্দিনের ছেলে।

থানা সূত্রে জানা যায়, সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের দশম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে শাহাদৎ হোসেনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের সুবাদে শাহাদৎ বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ওই ছাত্রীর অশ্লীল (পর্নো) ছবি তোলে। পরে সম্পর্কের অবনতি হলে মেয়েটি যোগাযোগ বন্ধ করে দিলে শাহাদৎ তার ফেসবুক ও ম্যাসেঞ্জারের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় ওই অশ্লীল ছবি ছড়িয়ে দেয় এবং ১০ লাখ টাকা দাবি করে। বিষয়টি ওই স্কুলছাত্রীর অভিভাবকদের নজরে এলে তারা থানায় লিখিত অভিযোগ করেন। পরে পুলিশ তাকে গ্রেফতার করে ।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
  • সর্বশেষ
  • সর্বাধিক

Development by: webnewsdesign.com