গত কয়েকদিন ধরে চলা প্রচন্ড গরমের পর দেখা মিলল বৃষ্টির। বুধবার ভোর থেকে গুঁড়ি গুড়ি বৃষ্টির পর সকালের ভারী বৃষ্টিতে স্বস্তি নেমে এসেছে মিলেছে জনজীবনে।
এই বৃষ্টিতে রোজাদার মানুষেরা কিছুটা প্রশান্তি পেয়েছে। রাজপথ, অলিগলিতে ধুলোও মরেছে।
এমনিতেই কয়েকদিন ধরেই তাপদাহে পুড়ছে নগরী। তীব্র বাতাসের সঙ্গে ছিল প্রচণ্ড ধুলো। দিনের বেলা সূর্যের তাপ আর রাতে ছিল ভ্যাপসা গরম। প্রচন্ড গরমে লোকজনের বাসা থেকে বের হওয়া দুষ্কর হয়ে পড়ে।
করোনা ভাইরাসের এই দুর্যোগে এমনিতেই সন্ধ্যার পরে বের হওয়া নিষেধ। এরমধ্যে দিনের বেলা গত কয়েকদিন তীব্র তাপদাহ থাকায় রিকশাচালক, দিনমজুররা সীমাহীন দুর্ভোগে পড়েন।
আর এই ভ্যাপসা গরমের মধ্যে আজকের বৃষ্টিটা যেন স্বস্তি এনে দিয়েছে।
Development by: webnewsdesign.com