অবসরপ্রাপ্ত শিক্ষক সিরাজুল ইসলাম ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি আজিজুল ইসলামের পিতা এবং কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও জয়চন্ডী ইউপি বিএনপির সাবেক সভাপতি প্রবীণ রাজনীতিবিদ মো. শামছুল ইসলাম আর নেই।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ভোর ৬ টা ৪০ মিনিটে উপজেলার জয়চন্ডী ইউনিয়নের আবুতালিবপুর নিজ বাড়িতে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ৫ কন্যা ও নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ১০২ বছর। শতবর্ষী প্রবীণ ব্যক্তিত্ব শামছুল ইসলাম দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।
এদিকে দুপুর আড়াইটায় স্থানীয় আবুতালিবপুর জামে মসজিদ প্রাঙ্গণে জানাযার নামাজ শেষে পারিবারিক গোরস্তানে দাফন করা হয় প্রবীণ রাজনৈতিক শামছুল ইসলামকে। প্রবীণ রাজনৈতিক শামছুল ইসলামের মৃত্যুতে স্থানীয় গণমাধ্যম কর্মী, রাজনীতিবিদ ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা গভীর শোক প্রকাশ করেছেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
Development by: webnewsdesign.com