নিজস্ব প্রতিনিধিঃ
চ্যানেল ওয়ান বিডি’র আয়োজনে জিন্দাবাজারস্থ সিলেট সান মিলনায়তনে দিনব্যাপী অনলাইন সার্টিফিকেট বেসিক জার্নালিজম প্রশিক্ষণ কোর্স এর সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গণমাধ্যম রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি স্তম্ব।সময়ের প্রয়োজনে ট্রেডিশনাল গণমাধ্যমের সাথে নতুন করে যোগ হয়েছে অনলাইন গণমাধ্যম।তথ্য প্রযুক্তির বিকাশে প্রতিনিয়ত যেমন বাড়ছে অনলাইন গণমাধ্যমের সংখ্যা,তেমনি এই পেশার সাথে যুক্ত হচ্ছেন নবীনরা।বর্তমানে সারা বিশ্বের মানুষ প্রতি মুহুর্তে কখন কোথায় কি ঘটছে তা জানার জন্য আর ঘন্টর পর ঘন্টা অপেক্ষা করতে হয়না এখন তথ্য প্রযুক্তির উন্নয়নের বদৌলতে মুহুর্তের খবর মুহুর্তেই ছড়িয়ে পড়ছে সারা বিশ্ব জুড়ে।তাই অনলাইন গণমাধ্যমে যারা কাজ করেন তাদেকে অনেক বেশি শর্তকতা অবলম্বন করতে হয় যাতে করে অনলাইন গণমাধ্যম কর্মীর মাধ্যমে এমন কোন ভুল সংবাদ প্রচার না হয় যাতে করে কোন বিশৃখ্লার সৃষ্টি হয়।এ জন্য অনলাইন গণমাধ্যমে আসা নবীন কর্মীদের পেশাগত উন্নয়নের জন্য দক্ষতা বাড়ানোর জন্য প্রশিক্ষণ অপরিহার্য।একজন প্রশিক্ষিত সাংবাদিকই পারেন ঘটনার পেছনের ঘটনা তুলে আনতে।সাংবাদিকতা পেশায় দক্ষতা অর্জনে ও সাফল্যের জন্য প্রশিক্ষণের বিকল্প নেই।চ্যানেল ওয়ান বিডি’র আয়োজনে দিনব্যাপী অনলাইন সার্টিফিকেট বেসিক জার্নালিজম প্রশিক্ষণ কোর্স এর সনদ বিতরণ অনুষ্ঠানে দৈনিক পুণ্যভূমি’র সম্পাদক ও সিনিয়র সাংবাদিক আবু তালেব মুরাদ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চ্যানেল ওয়ান বিডি’র পরিচালক এনামুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে ও নাজনীন হাছান এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক সমকাল’র স্টাফ রিপোর্ট ফয়সল আহমদ বাবলু ও আজকের সিলেট ডটকম এর এডিটর ইন চিফ এম.সাইফুর রহমান তালুকদার।
দিনব্যাপী অনুষ্ঠিত এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন-বিশিষ্ট আবৃতি শিল্পী মোকাদ্দেস বাবুল,দৈনিক সমকাল’র স্টাফ রিপোর্ট ফয়সল আহমদ বাবলু ও আজকের সিলেট ডটকম এর এডিটর ইন চিফ এম.সাইফুর রহমান তালুকদার।
কর্মশালা শেষে উপস্থিত প্রশিক্ষণার্থীদের মধ্যে তাৎক্ষণিক ভাবে প্রতিবেদন তৈরি করে বিজয়ী হন নাজনীন ইসলাম ও জুবেল আহমেদ।এই প্রশিক্ষণ কর্মশালায় অনলাইনে ২০ জন এবং সরাসরি ১০জন মোট ৩০ জন প্রশিক্ষনার্থী অংশ নেন।প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ পত্র বিতরন করা হয়।
Development by: webnewsdesign.com