আপডেট

x


পেছালো সোমবারের জেএসসি ও জেডিসি পরীক্ষা

শনিবার, ০৯ নভেম্বর ২০১৯ | ২:০৭ অপরাহ্ণ | 662

পেছালো সোমবারের জেএসসি ও জেডিসি পরীক্ষা

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর কারণে চলমান জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এর বিজ্ঞান এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) এর ইংরেজি পরীক্ষা পেছানো হয়েছে। সূচি অনুযায়ী সোমবার (১১ নভেম্বর) এই দু’টি পরীক্ষা হওয়ার কথা ছিল। পরিবর্তিত সূচি অনুযায়ী, নির্ধারিত সময়ে ১৩ নভেম্বর বিজ্ঞান পরীক্ষা এবং ১৬ নভেম্বর ইংরেজি পরীক্ষা হবে। এর আগে শুক্রবার (৮ নভেম্বর) গণিত পেছানো হয়।

শনিবার (৯ নভেম্বর) দুপুরে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক জিয়াউল হক এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কায়সার আহমেদ এ তথ্য জানান।



শনিবার অনুষ্ঠেয় জেএসসি’র গণিত পরীক্ষা হবে ১২ নভেম্বর এবং জেডিসির গণিত পরীক্ষা হবে ১৪ নভেম্বর।

প্রসঙ্গত, গত ২ নভেম্বর থেকে সারাদেশে জেএসসি ও জেডিসি পরীক্ষা একযোগে শুরু হয়েছে।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
  • সর্বশেষ
  • সর্বাধিক

Development by: webnewsdesign.com