নিখোঁজের একদিন পর হাকালুকি হাওরের মনোহরপুর এলাকা থেকে শিপলু মিয়া (২৩) নামে যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জুলাই) বেলা সাড়ে ৪টার দিকে লাশটি উদ্ধার করে মৌলভীবাজারের জুড়ি থানা পুলিশ। সে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের মৃত আহমদ মিয়ার ছেলে।
এদিকে থানায় সাধারণ ডায়রী (জিডি) করতে এসে ওই যুবকের লাশের সন্ধান পায় পরিবার। গত শুক্রবার থেকে নিখোঁজের পর আত্মীয়-স্বজন ও আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজাখুজির এক পর্যায়ে শনিবার দুপুরে থানায় এসে লাশের বিষয়টি নিশ্চিত হয় পরিবার।
জুড়ি থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃত্যুর কারণ হত্যা না আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
২৯ | ৩০ |
Development by: webnewsdesign.com