নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কে স্পীড গানের ব্যবহার শুরু

রবিবার, ২৫ আগস্ট ২০১৯ | ২:১৩ অপরাহ্ণ | 387

নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কে স্পীড গানের ব্যবহার শুরু

ঢাকা-সিলেট মহাসড়কের ৫২ কিলোমিটার এলাকায় সড়ক দুর্ঘটনা রোধে গাড়ীর অতিরিক্ত গতি নিয়ন্ত্রন, ট্রাফিক আইন মানা, ফিটনেস পরীক্ষা, ড্রাইভিং লাইসেন্স যাচাইসহ নানা উদ্যোগ নিয়েছে নরসিংদী জেলা পুলিশ।

এ উপলক্ষে প্রাথমিকভাবে দুটো গতি পরিমাপকযন্ত্রের(স্পীড গান)মধ্যদিয়ে কার্যক্রম পরিচালনা করা হয়েছে।সকাল থেকে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে এ কার্যক্রম পরিদর্শন করেন নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার।



এসময় অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান, অতিরিক্ত পুলিশ সুপার বেলাল আহমেদ,ট্রাফিক প্রধান গোলাম মাওলা, জেলা বাস মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম, ট্রাক মালিক সমিতির সভাপতি আ.আজিজসহ জেলা ট্রাফিক ও হাইওয়ে পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় পুলিশ সুপার জানান, নরসিংদীর উপর বিদ্যমান মহাসড়কে দুর্ঘটনা নিয়ন্ত্রনে আনতে গাড়ীর গতি নিয়ন্ত্রন, ড্রাইভিং লাইসেন্স চেক, ফিটনেস চেকসহ নানা কার্যক্রম পরিচালনা করে আসছে পুলিশ।এরই ধারাবাহিকতায় সড়কে গাড়ির গতি নিয়ন্ত্রনে পরিমাপকযন্ত্র বা স্পীড গানের ব্যবহার শুরু করা হয়েছে। সড়ক দূর্ঘটনা রোধে এ ধরণের সকল কার্যক্রম অব্যহত থাকবে।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
  • সর্বশেষ
  • সর্বাধিক

Development by: webnewsdesign.com