আপডেট

x

নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়ক : সংস্কার কাজে ধীরগতি, ভোগান্তি

রবিবার, ০১ ডিসেম্বর ২০১৯ | ৩:৪৪ অপরাহ্ণ | 830

নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়ক : সংস্কার কাজে ধীরগতি, ভোগান্তি

নবীগঞ্জ থেকে ইনাতগঞ্জ সড়কটিতে উন্নয়ন প্রকল্পের সংস্কার কাজ চলছে ধীরগতিতে। ফলে ভোগান্তিতে আছেন নবীগঞ্জ সরকারি কলেজের ছাত্র-ছাত্রীসহ কয়েক হাজার মানুষ। বিশেষ করে ধুলার কারণে নাকাল হচ্ছেন শিশু-কিশোরেরা। বাড়ছে নানা রোগ বালাই। বয়স্করাও শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। কবে নাগাদ সড়কের সংস্কার কাজ শেষ হবে এ নিয়ে হতাশায় লোকজন।

বিশ্ব ব্যাংকের রোরাল ট্রান্সপোর্ট ইম্প্রুভমেন্ট প্রকল্পের অর্থায়নে এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে ৭কোটি ৮১ লাখ টাকা ব্যয়ে এই সড়কটি সংস্কারের কাজ শুরু হয় চলতি বছরের মে মাসে। কিন্তু সংস্কার কাজে ধীরগতির কারণে দুর্ভোগে রয়েছেন ওই সড়ক দিয়ে চলাচলকারীরা।

স্থানীয় লোকজন জানান, কাজ শুরুর পর ১৫ দিনের মাথায় সড়কের নবীগঞ্জ উপজেলা পরিষদের ব্রিজ থেকে তাজপুর পর্যন্ত ৫ কিলোমিটার অংশে খোঁড়াখুঁড়ি করা হয়। এর মধ্যে খোঁড়া জায়গায় ইটের সুরকী ফেলে রোলার করা হয়। কিন্তু দীর্ঘদিন থেকে কাজের কোন অগ্রগতি না হওয়ায় এখন শুষ্ক মৌসুমের শুরুতেই ধুলার অতিষ্ঠ পথচারীরা।

এলাকা থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ এক মাত্র এই সড়ক দিয়ে নবীগঞ্জ শহরে আসেন। এমনকি ওই সড়কে যেতে হয় নবীগঞ্জ সরকারি কলেজে। সড়কটি সারাক্ষণ ধূলিময় থাকে পথচারী, যাত্রীদের পাশাপাশি কলেজ শিক্ষার্থীরা ধুলার উপদ্রব সহ্য করেই পথ চলছেন।

নবীগঞ্জ সরকারি কলেজ ছাত্রী সাদিয়া আক্তার বলেন, প্রতিদিন ধুলার যন্ত্রণা সহ্য করে হেটে হেটে কলেজে যাই। দীর্ঘদিন ধরে কাজ শেষ না হওয়ায় আমরা নানা রোগে ভুগছি।

স্থানীয় লোকজন জানান, সড়কটি দিয়ে উপজেলার মিল্লিক, বেরি, হালিতলা, শ্যামারগাঁও, কাজীরবাজার, হরিনগর, করগাঁও, পাঞ্জারাই, মার্কুলি, ইনাতগঞ্জ, শৈলা, রামপুর, বাল্লা জনগন্নাথপুরসহ শতাধিক গ্রামের বাসিন্দারা চলাচল করেন। অথচ ৬ মাস যাবৎ সড়কটি ধীরগতিতে সংস্কার কাজ করায় যাতায়েতে
বিড়ম্ভনায় পরতে হয়।

এলজিইডির সূত্র থেকে জানা যায় ১৮ ফুট চওড়া এই সড়কে বিটুমিনের কার্পেটিং হওয়ার কথা রয়েছে। এ ছাড়া সড়কের ইনাতগঞ্জ ও কাজীরবাজার অংশে দুটি কালভার্টও নির্মাণ করা হবে।

নবীগঞ্জ এলজিইডির উপ-প্রকৌশলী সাইদুর রহমান জানান, গেল মার্চ মাসে সংস্কার কাজ শুরু হওয়ার কথা ছিল। আগামী বছরের ২৪ আগস্ট এই কাজ শেষ হওয়ার কথা কিন্তু শুরু হয়েছে এর দুই মাস পর মে মাসে। তাই কাজ শেষ করতে কিছু বিলম্ব হচ্ছে। তবে আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব কাজ শেষ করার।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
  • সর্বশেষ
  • সর্বাধিক

Development by: webnewsdesign.com