ভালো বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে বিদেশে পাঠানোর নামে নবীগঞ্জে এক ব্যক্তির কাছ থেকে ৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী ব্যক্তি সর্বস্ব হারিয়ে পরিবার-পরিজন নিয়ে এখন বিপাকে পড়েছেন। প্রতারণার শিকার ব্যাক্তি হলেন দেবপাড়া ইউনিয়নের বাঁশডর গ্রামের মৃত গফুর মিয়ার পুত্র সোহেল মিয়া।
পাওনা টাকা ফেরত পেতে ভুক্তভোগী গত রোববার (২৫ জুন) হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। মামলায় অভিযোক্তরা হলেন- সিলেট মোগলা বাজার হোসাইনপুর গ্রামের আব্দুল করিমের পুত্র আল-আমিন ও আব্দুল করিম। ভুক্তভোগীর সঙ্গে কথা বলে জানা যায়, ভালো বেতনের চাকরি ও সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে ৩ মাসের মধ্যে ইতালি পাঠানোর কথা বলে আল-আমিন ও আব্দুল করিম সোহেল মিয়ার কাছ থেকে চলতি বছরের ১ জানুয়ারি ৮ লাখ টাকা নেন। ইতালি যাওয়ার পর আরও ৮ লাখ টাকা দেওয়া লাগবে বলে জানান আল-আমিন ও আব্দুল করিম। ৩ মাস অতিবাহিত হওয়ার পর থেকেই তাদের বিভিন্ন অজুহাত দেখাতে থাকে। ৩ মাস অতিবাহিত হওয়ার পরও কিছু করতে না পারায় সোহেল মিয়া তাদের কাছে টাকা ফেরত চাইলে তারা ২ মাসে সময় নেয়। ২ মাস সময় অতিবাহিত হল পর টাকার জন্য তাদের বাড়িতে যাওয়ার পর তারা টাকা দিতে অস্বীকার করে। তাই পাওনা টাকা ফেরত পেতে ভুক্তভোগী হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |
Development by: webnewsdesign.com