ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি কার্যকরের দাবিতে ভাটেরায় মানববন্ধন

রবিবার, ১১ অক্টোবর ২০২০ | ১১:১২ অপরাহ্ণ | 581

ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি কার্যকরের দাবিতে ভাটেরায় মানববন্ধন

কুলাউড়া প্রতিনিধি:: কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে ঐক্যবদ্ধ ভাটেরাবাসী’র  ব্যানারে রবিবার (১১ অক্টোবর) ভাটেরা স্টেশন বাজারে  ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি কার্যকরের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

উক্ত মানববন্ধনে বক্তারা দেশব্যাপী নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত ধর্ষকদের সর্ব্বোচ্চ শাস্তি কার্যকরের আহবান জানান এবং সামাজিক অবক্ষয় রোধে সামাজিক ভাবে কাজ করার উদাত্ত আহ্বান করা হয়। এহসানুল হাসান ও শাহ আব্দুল মজিদ রাশেদ এর যৌথ সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় শ্রেষ্ট ইমাম মাওলানা ফয়জুল ইসলাম সিদ্দিকী, ভাটেরা স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক আব্দুস সামাদ, সাংবাদিক শাকিল সিদ্দিকী খালেদ, সমাজকর্মী ফয়সাল সিদ্দিকী প্রমুখ।

এ-সময় উপস্থিত ছিলেন, কুলাউড়া উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক ইসমাইল হাসান সাকিল,ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুকন, শেখ আলী সিদ্দিকী, মনির উদ্দিন, এম আর রিফুল, আয়াম সিদ্দিকী, রিমন সিদ্দিকী, সৈয়দ কামরুজ্জান টিপু, রাবিদ হাসান পারবেজ, জাহিদুল ইসলাম কামরুল, শাহরিয়ার জাহাঙ্গীর,তানজিমুল ইসলাম তামিম,আব্দুল্লাহ মামুন, শাহরিয়ার ফরহাদ প্রমুখ।

উল্লেখ্য ভাটেরা ইউনিয়নের ১১টি সামাজিক সংগঠন একাত্মতা পোষণ করে শান্তিপূর্ণ মানববন্ধনে অংশগ্রহণ করে সফল করেছে।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
  • সর্বশেষ
  • সর্বাধিক

Development by: webnewsdesign.com