জাতীয় শিশুকিশোর প্রতিযোগিতায় দেশাত্মবোধক গানে সমগ্র দেশের মধ্যে সেরা হয়েছে সিলেটের মেয়ে বনশ্রী দাস প্রমা। আজ শুক্রবার (২৪ মে) ঢাকায় শিশু একাডেমির কেন্দ্রীয় অডিটোরিয়ামে চূড়ান্ত প্রতিযোগিতায় সে অন্য বিভাগের প্রতিযোগীদের হারিয়ে সেরা হবার এই গৌরব অর্জন করে। সিলেট বিভাগের চ্যাম্পিয়ন হিসেবে চুড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেয় প্রমা।
শুক্রবার চুড়ান্ত প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে ছিলেন শিল্পী ইন্দ্রমোহন রাজবংশী, পার্থ বড়ুয়া এবং মেহেরিন।
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার বাসিন্দা প্রণয় রঞ্জন দাস ও সূজশ্রী দাসের মেয়ে বনশ্রী দাস প্রমা উপজেলার নিরোদ বিহারি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
উল্লেখ্য যে প্রমার বাবা বাংলাদেশ বেতার সিলেটের তালিকাভূক্ত শিল্পী এবং প্রমা নিজেও বাংলাদেশ বেতার সিলেটের তালিকাভূক্ত শিশুশিল্পী।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |
Development by: webnewsdesign.com