দলকে আরো সুসংগঠিত করতে সিলেট সফরে আসছেন ছাত্রলীগের কেন্দ্রীয় প্রতিনিধি দল। আগামী ২৯ জুন দুই সদস্যের এই প্রতিনিধি দল সিলেটে আসার কথা রয়েছে।
প্রতিনিধি দলে রয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রিয় যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহবুব খান ও সহ সম্পাদক ওয়াসিম আকরাম। সফরের বিষয়টি নিশ্চিত করেছেন ওয়াসিম আকরাম।
ওয়াসিম জানান, ২৯ জুন সিলেট পৌঁছে তারা প্রথমে হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করবেন। পরে সাংগঠনিক কাজ আরো এগিয়ে নিতে সিলেটের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করবেন।
ছাত্রলীগের বর্তমান কেন্দ্রিয় কমিটি গঠনের পর সিলেটে এই প্রথম সফরে আসছে প্রতিনিধি দল।
Development by: webnewsdesign.com