সুনামগঞ্জের তাহিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের করুণমৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম হুমায়‚ন কবির (৩২)। তিনি উপজেলার বাদাঘাট ইউনিয়নের কুনাটছড়া গ্রামের তাজুল ইসলামের ছেলে। তিনি যাদুকাটা নদীতে বালু পাথরের ব্যবসা করতেন।
জানা গেছে, রবিবার (৭ জুলাই) বিকাল ৫টার টার দিকে হুমায়‚ন কবির তার অফিস কক্ষে বিদ্যুৎ সংযোগের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় তিনি জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে থাকেন। কিছুক্ষণ পর হুমায়ুনের চাচা ওলি ইসলাম মেঝেতে পড়ে থাকা হুমায়ূন কবিরকে স্পর্শ করলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে পরিবারের সদস্যরা তাদের সুনামগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পথে রাত ৮টার দিকে হুমায়ূন কবির রাস্তায় মারা যান।
অপরদিকে বিদুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত ওলি রহমানকে সুনামগঞ্জ সদর হাসপতালে ভর্তি করা হয়েছে।
বাদাঘাট পুলিশ ফাড়ির ইনচার্জ মো. আমির হোসেন বিষয়টি নিশ্চিত করেন বলেন, নিহত ব্যক্তি একজন বালু-পাথর ব্যবসায়ী। বাজারের দোকান থেকে আলাদা সংযোগ নিয়ে নিজ ঘরের অফিস কক্ষের বিদ্যুৎ সংযোগ মেরামত করতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |
Development by: webnewsdesign.com