টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এর মেয়র জন বিগসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ব্রিটেন সফররত বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রটোকল অফিসার আবু জাফর রাজু।
গত (২৫ জুলাই) মেয়রের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
মোহাম্মদ আবু জাফর রাজু কাউন্সিল অফিসে পৌঁছালে তাকে স্বাগত জানান মেয়র জন বিগস। এরপর দুইজন এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
এসময় জন বিগস তার কাউন্সিলের কার্যক্রম সম্পর্কে আগত অতিথিকে অবহিত করেন। আগত অতিথি মোহাম্মদ আবু জাফর রাজুও বাংলাদেশের পরিস্থিতির কথা আলোচনা করেন, এবং বর্তমান শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরেন।
এসময় আবু জাফর রাজু মেয়র জন বিগসকে আগামী বছর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে অংশগ্রহণের জন্যে আমন্ত্রণ জানান। পরে মেয়র তার কাউন্সিল চেম্বার অতিথিকে ঘুরিয়ে দেখান।
এছাড়াও উপস্থিত ছিলেন- কাউন্সিলর মতিনুজ্জামান, টাওয়ার হ্যামলেটসের সাবেক স্পিকার কাউন্সিলর সাবিনা আক্তার, মিছবাহ উদ্দিন কামাল, ফরিদ আহমদ, আলতাফ হোসেইন, রোমান আহমদ, আব্দুল মুকিত, আবু কাহের সুমন, রিপন চৌধুরী, আবু তাহের আহাদ সহ অনেকে।
Development by: webnewsdesign.com