বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩ |
৪:৪২ অপরাহ্ণ | 418
স্পোর্টস রিপোর্টার, কুলাউড়া: জয়চন্ডী প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩ সিজন-৩ এর শিরোপা জিতেছে মীরশংকর ক্রীড়া চক্র। বুধবার (২২ মার্চ) ক্রিকেট পার্ক মিটুপুর মাঠে অনুষ্ঠিত ফাইনালে তারা ১০ রানে বয়েজ ক্লাব মিটুপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
টস জিতে মীরশংকর ক্রীড়া চক্র ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ১৬ ওভারে ১৪২/৪ রান করে। দলের হয়ে সায়েক ৬০, হাদী ১৭, রুহেল ১৭, রিহাদ ১৪ রান করেন। বয়েজ ক্লাব মিটুপুরের পক্ষে সুমন মালাকার ২টি, শাওন ও আবির ১টি করে উইকেট লাভ করেন৷
জবাবে বয়েজ ক্লাব মিটুপুর ১৬ ওভারে ১৩২/৭ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে শাওন ৩৪, রিহান রিপন ২১, আরিয়ান রনি ২০, ইশতিয়াক হিমেল ১৭ রান করেন৷ মীরশংকর ক্রীড়া চক্রের পক্ষে সায়েক ২টি, হাদী, শুকুর, রিহাদ, ওয়াতির ও সাজু ১ উইকেট করে লাভ করেন৷ ম্যান অব দ্যা ফাইনাল ও ম্যান অব দ্যা টুর্নামেন্ট হন মীরশংকর ক্রীড়া চক্রের সায়েক। সেরা ব্যাটসম্যান বয়েজ ক্লাব মিটুপুরের রিহান রিপন সেরা বোলার হন একই দলের ইশতিয়াক হিমেল। জেপিএল পরিচালনা কমিটির আয়োজনে জেএ ফ্যামেলি ফাউন্ডেশন, ইউএসএ এর পৃষ্ঠপোষকতায় চ্যাম্পিয়ন দল প্রাইজমানি হিসেবে ৩০ হাজার টাকা ও ট্রফি এবং রানার্স-আপ দলকে প্রাইজমানি হিসেবে ২০ হাজার টাকা ও ট্রফি প্রদান করা হয়। ট্রফি দাতা ইউএসএ প্রবাসী জুবেল আহমেদ।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক আনোয়ারুল আলম সুহেদ, কোয়াব কুলাউড়া এর সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কাওছার হোসেইন, জেপিএল প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক আশরাফুর রহমান শাওন, যুগ্ম আহবায়ক ইবাদুল আলম সুলাভ, ক্রীড়া সংগঠক সাজ্জাদ হোসেইন শাহীন প্রমূখ। বিজ্ঞপ্তি