২০১৯ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে দেশের সবগুলো শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৭৩.৯৩ শতাংশ।
আজ (১৭ জুলাই) সকাল ১০টায় শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন।
শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, পরে শিক্ষামন্ত্রী বেলা সাড়ে ১২টায় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ২০১৯ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের ব্যাপারে সংবাদ সম্মেলনে ব্রিফ করে জানান।
একনজরে কুলাউড়া উপজেলার বিভিন্ন কলেজের ২০১৯ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল (পাশের হারের ভিত্তিতে)।
১। আলী আমজদ হাই স্কুল & কলেজ
মোট পরীক্ষার্থী-৭৬ জন
কৃতকার্য-৬১ জন
পাশের হার-৮০.২৬%।
২।লংলা আধুনিক ডিগ্রি কলেজ
মোট পরীক্ষার্থী-৪৮৩ জন
কৃতকার্য-৩৮২ জন
পাশের হার ৭৯.০৯%
GPA-5 ৪ টি(বিজ্ঞান-২,ব্যব.শিক্ষা-২)।
৩। নয়াবাজার কেসি হাই স্কুল & কলেজ
মোট পরীক্ষার্থী- ১৫৭ জন
কৃতকার্য- ১২০ জন
পাশের হার-৭৬.৪৩%।
৪। ভুকশিমইল হাই স্কুল & কলেজ
মোট পরীক্ষার্থী- ১০০ জন
কৃতকার্য-৭৫ জন
পাশের হার ৭৫%।
৫। ভাটেরা হাই স্কুল & কলেজ
মোট পরীক্ষার্থী-১৩৯ জন
কৃতকার্য -১০০ জন
পাশের হার – ৭১.৯৪%।
৬। রাউৎগাঁও হাই স্কুল & কলেজ
মোট পরীক্ষার্থী-৩৮ জন
কৃতকার্য -২৭ জন
পাশের হার – ৭১.০৫%।
৭। গজভাগ হাই স্কুল & কলেজ
মোট পরীক্ষার্থী-২৯ জন
কৃতকার্য -২০ জন
পাশের হার – ৬৮.৯৭%।
৮। ছকাপন হাই স্কুল & কলেজ
মোট পরীক্ষার্থী-৮১ জন
কৃতকার্য- ৫৪ জন
পাশের হার ৬৬.৬৭%।
৯। এম এ গণি আদর্শ কলেজ
মোট পরীক্ষার্থী-১২২ জন
কৃতকার্য-৭৪ জন
পাশের হার – ৬০.৬৬%।
১০। ইয়াকুব-তাজুল মহিলা কলেজ
মোট পরীক্ষার্থী-৩৭০ জন
কৃতকার্য-২২১ জন
পাশের হার – ৫৯.৭৩%
GPA-5 ২ টি(বিজ্ঞান)।
১১। কুলাউড়া ডিগ্রি কলেজ
মোট পরীক্ষার্থী-৭২৮ জন
কৃতকার্য-৩৪৭ জন
পাশের হার-৪৭.৬৬%
GPA-5 ১ টি(বিজ্ঞান)।
১২। মনু মডেল কলেজ
মোট পরীক্ষার্থী-৩২জন
কৃতকার্য-১৫ জন
পাশের হার -৪৬.৮৮%।
১৩। বরমচাল হাই স্কুল & কলেজ
মোট পরীক্ষার্থী-১৩৫ জন
কৃতকার্য-৪৯ জন
পাশের হার-৩৬.৩০%।
উল্লেখ্য শিক্ষার্থীরা সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান এবং ইন্টারনেট বা মোবাইলের মাধ্যমে ওয়েবসাইট থেকে তাদের ফলাফল জানতে পারবেন।
স্ব-স্ব প্রতিষ্ঠানের রেজাল্ট শিট ডাউনলোড সম্পর্কে তিনি জানান, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার ওয়েবসাইট www.dhakaeducationboard.gov.bd এ Result কর্নারে ক্লিক করে শিক্ষা প্রতিষ্ঠানের EIIN এন্ট্রি করে প্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।
এছাড়া, www.educationboard.gov.bd ওয়েবসাইটের Result কর্নারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN এর মাধ্যমে প্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।
Development by: webnewsdesign.com