আপডেট

x

জাপানে তীব্র দাবদাহে ১১ জনের মৃত্যু

বুধবার, ৩১ জুলাই ২০১৯ | ২:১৪ অপরাহ্ণ | 707

জাপানে তীব্র দাবদাহে ১১ জনের মৃত্যু

জাপানে তীব্র দাবদাহে ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একটি পার্কের এক মাসকটও মারা গেছেন। পুরো জাপান জুড়েই তীব্র দাবদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

রোববার হিরাকাটা পার্কে ২৮ বছর বয়সী ওই ব্যক্তি মারা গেছেন। তিনি ১৬ কেজি ওজনের কস্টিউম পরিধান করে প্রায় ২০ মিনিট ধরে নাচ-গান করছিলেন। এত ভারী ওজনের পোশাক পরে মাসকট সেজে থাকায় তীব্র গরমে তার মৃত্যু হয়।

ওই ব্যক্তির মৃত্যুর পর পার্কগুলোতে এই গ্রীষ্মের মধ্যে সব ধরনের মাসকট ইভেন্ট বাতিল করা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, গত এক সপ্তাহে তীব্র দাবদাহের কারণে অসুস্থ হয়ে চিকিৎসা নিচ্ছেন পাঁচ হাজারের বেশি মানুষ।

জাপানের কিয়োদো নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, হাসপাতালে ভর্তি হওয়া ৫০ শতাংশের বেশি মানুষের বয়স ৬৫ বা তার বেশি। আগামী সপ্তাহে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
  • সর্বশেষ
  • সর্বাধিক

Development by: webnewsdesign.com