ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার

মঙ্গলবার, ০৪ জুলাই ২০২৩ | ৮:২৭ অপরাহ্ণ | 108

ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার

ভোলার চরফ্যাশন উপজেলা ছাত্রলীগ নেতা মো. শামীমের (২০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি রসুলপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি এবং ওই ওয়ার্ডের শশীভূষণ গ্রামের মো. জলিল পন্ডিতের ছেলে। মঙ্গলবার (৪ জুলাই) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জহির পন্ডিত জানান, এক মাস ধরে শামীম শারীরিকভাবে অসুস্থ ছিলেন। এ কারণে কারও সঙ্গে তেমন কথাবার্তা বলতেন না। মঙ্গলবার দুপুরের দিকে নিজের বসতঘরের আঁড়ার সঙ্গে ফাঁস দেন তিনি। পরে তার পরিবারের সদস্য ও স্থানীয়রা দেখে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

শশীভূষণ থানার পরিদর্শক (তদন্ত) মো. জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
  • সর্বশেষ
  • সর্বাধিক

Development by: webnewsdesign.com