সিলেটের গোয়াইনঘাটে পানিতে ডুবে নাঈমা জান্নাত এ্যানি নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশু নাঈমা বারহাল (খাস) এলাকার প্রবাসী শাহীন আহমেদ’র মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে বাড়ির উঠানে খেলা করছিল শিশু নাঈমা। খেলাধুলা করতে গিয়ে নাঈমা তার পরিবারের লোকজনের অজান্তে বাড়ির পাশে পুকুরে পরে পানিতে ডুবে নিখোঁজ হয়। পরবর্তীতে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পুকুরে নাঈমার লাশ ভাসতে দেখে সেখান থেকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাঈমার চাচা আহমেদ সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Development by: webnewsdesign.com