আপডেট

x

খালেদা জিয়ার কারামুক্তি কামনায় কুলাউড়ায় বিএনপির ইফতার মাহফিল

শুক্রবার, ২৪ মে ২০১৯ | ৯:২৭ অপরাহ্ণ | 1129

খালেদা জিয়ার কারামুক্তি কামনায় কুলাউড়ায় বিএনপির ইফতার মাহফিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুলাউড়া সদর ইউনিয়ন শাখার উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও কারামুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৪ মে শুক্রবার বিকেলে কুলাউড়া সদর ইউনিয়নের জনতাবাজারে ইউনিয়ন ভবন কমপ্লেক্সে আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে কুলাউড়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রব কাজলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনকার হোসেন ও সাবেক ছাত্রনেতা সুফিয়ান আহমদের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান মিজান। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, জেলার প্রত্যেকটি উপজেলায় বিএনপিকে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রের নেত্রীকে মুক্তির আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। সেই লক্ষ্যে সবাইকে এক হয়ে সাংগঠনিক কার্যক্রম চালু রাখতে হবে। আমাদের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আগামীতে বিএনপির সকল কর্মসূচিতে আপনাদের স্বতঃস্ফূর্ত ভূমিকা এখন সময়ের দাবি। বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য সবাইকে একযোগে আন্দোলনে মাঠে নামতে হবে।

প্রধান আলোচক ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি ও কুলাউড়া উপজেলা বিএনপির আহবায়ক এ্যাড. এ এন এম আবেদ রাজা। তিনি তাঁর বক্তব্য বলেন, গণতান্ত্রিক কর্মসূচি পালনে সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হবে। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে অবৈধ সরকারের করাল গ্রাস থেকে আন্দোলনের মাধ্যমে মুক্ত করতে হবে। অবৈধ সরকারকে গণআন্দোলনে পরাজিত করার জন্য দেশবাসী এই কারাগার ভেঙ্গে খালেদা জিয়াকে মুক্ত করবে। পবিত্র রমজান মাসে সবাই সুন্দরভাবে ইফতারি করতেছে, কিন্তুু আমাদের নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সেই ইফতার করার শক্তিটুকু হারিয়েছেন। বর্তমান সরকারের এমন কর্মকান্ড গোটা বিশ্বের কাছে সবচেয়ে নিন্দনীয়। এর জবাব একদিন এই সরকারকে দিতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি মুহিতুর রহমান হেলাল, এম এ মজিদ, রেদওয়ান খাঁন, বদরুজ্জামান সজল, প্রবীণ বিএনপি নেতা আশরাফ আলী চৌধুরী, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন ভূঁইয়া, যুগ্ম আহবায়ক সাবেক চেয়ারম্যান রফিক আহমদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুল আলম সোহেল, সাংগঠনিক সম্পাদক মোঃ জুবের খাঁন, বিএনপি নেতা মিজানুর রহমান, বদরুল হোসেন খাঁন, মঈনুল হক বকুল, জেলা যুবদলের সহ-সভাপতি জুবের আহমদ খাঁন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সারওয়ার আলম বেলাল, রাউৎগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি বদরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল মুহিত চৌধুরী রিপন, জয়চন্ডী ইউনিয়ন বিএনপির সভাপতি ইমরান আহমদ, বিএনপি নেতা আলমগীর হোসেন আলম, সৈয়দ তাহির আলী আজমল, যুবদল নেতা রাহেল আহমদ, আজির মিয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম প্রমুখ। এসময় কুলাউড়া সদর ইউনিয়ন বিএনপির বিভিন্ন ওয়ার্ড কমিটির সভাপতি/সম্পাদকসহ কয়েক শতাধিক বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য জীবন বাজি রেখে আন্দোলন করার শপথ নেওয়া হয়। গত সংসদ নির্বাচনের সময় পুলিশী নির্যাতন ও গ্রেফতারের পর জামিনে মুক্তির দিন নির্যাতনের কারণে স্ট্রোকে মৃত্যুবরণকারী কুলাউড়া সদর ইউনিয়ন বিএনপি নেতা শহীদ বেলায়েত হোসেন চৌধুরী শাহীনের মাগফিরাত কামনার জন্য দোয়া করা হয়।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
  • সর্বশেষ
  • সর্বাধিক

Development by: webnewsdesign.com