বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) কুলাউড়া সরকারী কলেজ শাখা কমিটির অনুমোদন দেয়া হয়।
শনিবার (০৩ আগস্ট) বিকেলে দক্ষিণবাজারস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে কুলাউড়া উপজেলা শাখার এক সাধারণ সভায় সভাপতি সাব্বির আহমদ তালুকদার (অর্নাস ২য় বর্ষ) ও রেদওয়ান আহমদ হৃদয় (অনার্স ২য় বর্ষ) কে সাধারণ সম্পাদক মনোনিত করে তিন মাস মেয়াদী এ কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
কমিটির অন্যনরা হলেন, সদস্য আব্দুর রহমান (অনার্স ২য় বর্ষ), শিপলু আহমদ (অনার্স ১ম বর্ষ), কাওছার আহমদ (এইচএসি ২য় বর্ষ), রিপন আহমদ (এইচএসি ২য় বর্ষ), রিমন আহমদ (এইচএসি ২য় বর্ষ), মাছুম আহমদ (এইচএসি ১য় বর্ষ), রুহুল আমিন (এইচএসি ১য় বর্ষ) অপু মল্লিক (এইচএসি ১য় বর্ষ), তানজিল (এইচএসি ১য় বর্ষ) ।
এসময় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা জাসদের সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা মইনুল ইসলাম মনু, জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক এডভোকেট বদরুল হোসেন ইকবাল, কুলাউড়া উপজেলা জাসদের সভাপতি আশিকুর রহমান ফটিক, জেলা জাসদের সদস্য আহমদ ইছহাক প্রিন্স, উপজেলা জাসদের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিন রুহেল, হাজীপুর ইউনিয়ন জাসদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা দুরুদ মিয়া, ভাটেরা জাসদের সভাপতি জামাল খাঁন, কর্মধা জাসদের সভাপতি ছেরাগ মিয়া, কুলাউড়া উপজেলা জাসদ ছাত্রলীগের আহবায়ক রবিউল আউয়াল মিন্টু, যুগ্ম আহবায়ক ওয়েছুর রহমান মুন্নি, যুগ্ম আহবায়ক ইউসুফ আহমদ ইমন, নিয়ামুল ইসলাম তুষার, সদস্য বিশ^জিৎ চন্দ্র বাবলু, রাবেল আহমদ, তারেক খাঁন, অলক চন্দ্র পাল প্রমুখ।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |
Development by: webnewsdesign.com