আপডেট

x

কুলাউড়া পৌর মেয়র অধ্যক্ষ সিপার নির্বাচিত হয়েই সমস্যা চিহ্নিত করতে ছুঁটছেন

মঙ্গলবার, ০৬ এপ্রিল ২০২১ | ১০:২১ অপরাহ্ণ | 1085

কুলাউড়া পৌর মেয়র অধ্যক্ষ সিপার নির্বাচিত হয়েই সমস্যা চিহ্নিত করতে ছুঁটছেন

ইউসুফ আহমদ ইমন:: কুলাউড়া পৌরসভার প্রধান সমস্যা জলাবদ্ধতা ও অনুন্নত সড়ক যোগাযোগ ব্যবস্থা। এসব সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ অবদান রেখে এ জনপদের উন্নয়নের মধ্য দিয়ে পৌরবাসীকে পরিকল্পিত বাসযোগ্য পৌরসভা উপহার দেওয়াই একমাত্র লক্ষ্য পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদের।

গত ৬ ফেব্রুয়ারি শপথ নেয়ার পরপরই কুলাউড়া পৌরসভার ৯টি ওয়ার্ডের সমস্যা চিহ্নিত করতে ছুঁটে যাচ্ছেন প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে।কথা বলছেন স্থানীয়দের সাথে।সম্প্রতি পৌরসভার উন্নয়ন এবং ভবিষ্যত পরিকল্পনাসহ ইতি মধ্যে কয়েকটি পরিকল্পনা হাতে নিয়েছেন নতুন মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন।

কুলাউড়া পৌরসভায় ২১ বছর পর আওয়ামী লীগের মেয়র প্রার্থী জয়লাভ করায় এ জনপদের মানুষের প্রত্যাশা কয়েকগুণ বেশি। মঙ্গলবার (০৬এপ্রিল) ধারাবাহিক পরিদর্শনের অংশ হিসেবে পৌরসভার ৭নং ওয়ার্ডে গেলে ২৪টুডেনিউজের প্রতিবেদকের এক প্রশ্নের জবাবে মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন বলেন, ২১ বছর ধরে উন্নয়ন বঞ্চিত কুলাউড়া পৌরসভা।ব্যাপক সমস্যায় জর্জরিত এ জনপদের উন্নয়ন করতে হলে লম্বা সময়ের প্রয়োজন। তবে কাজ করতে গেলে কারো ভালো লাগবে, আবার কারো চক্ষুশূল হয়ে দাঁড়াবো, এটাই স্বাভাবিক। আমি সকলের মতামত নিয়ে ও ডিজিটাল ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে বাস্তবের এ-গ্রেড পৌরসভার নাগরিকদের মধ্যে সকল সুযোগ সুবিধা দিতে চাই।

গত নির্বাচনে যে পরিমাণ মানুষ আমার হয়ে কাজ করেছেন, ভোট চেয়েছেন, ভোট দিয়েছেন তাদের সবার মন রক্ষা করাটা খুব কঠিন কাজ হয়ে দাঁড়াবে আমার জন্য। তবে পৌরসভার ৯টি ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে দেখছি। অনেক সমস্যা রয়েছে, সকল সমস্যা এক সাথে সমাধান করা সম্ভব নয়। জরুরি সমস্যাগুলি চিহ্নিত করছি পর্যায়ক্রমে সকল সমস্যা সমাধান করতে সক্ষম হবো ইনশাআল্লাহ

তিনি আরো বলেন, কুলাউড়া পৌর এলাকার রাস্তাঘাট, ড্রেনেজ, সাপ্লাই, স্যানিটেশন ব্যবস্থায় ব্যাপক উন্নয়নের প্রয়োজন রয়েছে যা অগ্রাধিকার ভিত্তিতে করা হবে। এছাড়াও নগরীর শোভা বর্ধনে আমার পরিকল্পনা রয়েছে।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
  • সর্বশেষ
  • সর্বাধিক

Development by: webnewsdesign.com