নিজস্ব প্রতিবেদক, কুলাউড়া:: এই প্রথমবারের মতো কুলাউড়া পৌরসভায় একজন নির্বাহী প্রকৌশলী নিয়োগ দেওয়া হয়েছে। নরসিংদীর শিবপুর পৌরসভার সহকারী প্রকৌশলী মুহাম্মদ আব্দুল কাইয়ুম কে পদোন্নতি দিয়ে নির্বাহী প্রকৌশলী হিসেবে গত (২১ সেপ্টেম্বর) কুলাউড়া পৌরসভায় নিয়োগ দেয়া হয়।
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পৌর-১ শাখার উপসচিব মোহাম্মদ ফারুক আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এই পদোন্নতি ও নিয়োগ দেয়া হয়।
জানা যায়, মুহাম্মদ আব্দুল কাইয়ুম ২৩ সেপ্টেম্বর কুলাউড়া পৌরসভায় যোগদান করেছেন। উল্লেখ্য মুহাম্মদ আব্দুল কাইয়ুম ইতিপূর্বে শিবপুর ভৈরব, সোনারগাঁও, তারাবসহ বিভিন্ন পৌরসভায় সহকারী প্রকৌশলীর দায়িত্ব পালন করেন।
Development by: webnewsdesign.com