ইউসুফ আহমদ ইমন, কুলাউড়া:: যতদিন গড়াচ্ছে ততই পাল্টাচ্ছে কুলাউড়া পৌরসভার চিত্র। উন্নয়নের ছোঁয়া লাগছে সড়কে সড়কে। গেল বছরের ৬ ফেব্রুয়ারি টেকশই নগর গড়ার পরিকল্পনা নিয়ে মেয়র হিসেবে শপথ নিয়েছিলেন অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ। তাঁর প্রমাণ রাখছেন উন্নয়ন দিয়ে। দায়িত্ব নেয়ার দুই বছরের মধ্যেই একজন পরিশ্রমী ও কর্মদক্ষ মেয়র হিসেবে পরিচিত হয়েছেন সর্বমহলে। সাধারণ মানুষ বলছেন, দীর্ঘদিন থেকে পৌরসভার উন্নয়ন ও সকল সুবিধা বঞ্চিত কুলাউড়ার মানুষ। মেয়র হিসেবে সিপার উদ্দিন দায়িত্ব গ্রহণের পর পাড়ামহল্লায় ছোঁয়া লাগছে উন্নয়নের। সাধারণ মানুষের কাছে আস্থার জায়গা করে নিয়েছেন। পৌরসভার ৯টি ওয়ার্ডে সমানতালে শুরু হয়েছে বিশাল উন্নয়ন কর্মযজ্ঞ। কুলাউড়া পৌরসভার যে এলাকাগুলোতে স্পর্শ করেনি উন্নয়নের ছোঁয়া সেগুলোতে লাগতে শুরু করেছে উন্নয়ন। বর্তমান মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদের কর্মদক্ষতায় উন্নয়নের পাশাপাশি শৃঙ্খলায় ফিরছে সার্বিক চিত্র। তবে অনিয়মে চলা কিছু সংখ্যক মানুষের একটু অসুবিধা হচ্ছে। বেশির ভাগ মানুষ বলছেন এক আমূল পরিবর্তনের দিকে ছুটছে পৌরসভা। অচিরেই এক আধুনিক ও সুন্দর পৌরসভার সুবিধা ভোগ করবে পৌর নাগরিকবৃন্দ।
এক নজরে ৯ আগস্ট থেকে ১ অক্টোবর পর্যন্ত উন্নয়নের কর্মযজ্ঞ।
গেল ১ অক্টোবর বন্যায় ক্ষতিগ্রস্থ ৩নং ওয়ার্ড উত্তরবাজার এলাকার সড়ক ও জনপদের (সওজ) রাস্তা হতে রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখ পর্যন্ত রাস্তা সংস্কার করা হয়। ৩ অক্টোবর বার্ষিক উন্নয়ন প্রকল্পের আওতায় ২নং ওয়ার্ডের রেলওয়ে পরিনগর এলাকায় নতুন সংযোগ সড়ক নির্মাণ কাজ সম্পন্ন। ২ অক্টোবর জরুরি ভিত্তিতে দীর্ঘ জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্থ ২নং ওয়ার্ড শিবির রোড সড়ক ও জনপদের (সওজ) রাস্তা হতে পূর্বমুখী সাবেক কাউন্সিলর তুতিউর রহমানের বাসা পর্যন্ত রাস্তা সংস্কার করা হয়। ২৯ সেপ্টেম্বর ২নং ওয়ার্ডের (রেলওয়ে) পরিনগর এলাকায় চার লক্ষ আটারো হাজার টাকা ব্যয়ে সিসি রাস্তার কাজ নির্মাণ হয়েছে। ২৮ সেপ্টেম্বর ২নং ওয়ার্ড পরিনগর এলাকার রেলওয়ে শ্রী কালী বাড়ী মন্দিরের নতুন রাস্তা মেরামত করেন। ২০ সেপ্টেম্বর ৯নং ওয়ার্ড জগন্নাথপুর মেইন সড়ক হতে সিতার মিয়ার বাড়ি পর্যন্ত তিন লক্ষ পয়ত্রিশ হাজার আটাত্তর টাকা ব্যয়ে সিসি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন হয়। ২০ সেপ্টেম্বর ৭নং ওয়ার্ড দক্ষিণ জয়পাশা জামে মসজিদের পূর্বদিকের রাস্তারর সম্মুখ হতে জয়পাশা মনসুর চৌধুরীর বাড়ির পূর্বমুখী রাস্তা পর্যন্ত ১১লক্ষ ২৪ হাজার ৯টাকা টাকা ব্যয়ে ড্রেনের কাজের উদ্বোধন হয়েছে। ০৭ সেপ্টেম্বর ১নং ওয়ার্ড সাদেকপুর ফরিদপুর রাস্তা হইতে আকরাম মিয়ার বাড়ি পর্যন্ত তিন লক্ষ তেইশ হাজার টাকা ব্যয়ে সিসি ঢালাই কাজের উদ্বোধন হয়। ৩০ আগস্ট ৬নং ওয়ার্ড মধ্য জয়পাশা জামে মসজিদে সাত লক্ষ বায়ান্ন হাজার আটশত দুই টাকা ব্যয়ে সি সি ঢালাই উন্নয়ন কাজের উদ্বোধন করেন পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ। ১৬ আগস্ট ৫নং ওয়ার্ডের দক্ষিণ বাজার কাচাঁ বাজারের ২টি সিসি রাস্তার নির্মাণ কাজের সম্পন্ন। ১৪ আগস্ট ৩নং ওয়ার্ড উত্তর বাজারের দীর্ঘ ১২ বছর পর ১৬ লক্ষ টাকা ব্যয়ে রাস্তার নির্মাণ কাজ সম্পন্ন।০৯ আগস্ট জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে কুলাউড়া পৌরসভার ৩ নং ওয়ার্ডের আহমদাবাদ হতে ১নং ওয়ার্ডের সোনাপুর হয়ে গুগালীছড়া লিংক পর্যন্ত ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
এগুলোর অধিকাংশ কাজের সমাপ্ত হয়েছে। বাকি কয়েকটির কাজ চলমান রয়েছে। আরো বেশ কয়েকটি রাস্তা ও ড্রেন নির্মাণের কাজ শুরু হওয়ার কথা রয়েছে চলতি মাসে।
Development by: webnewsdesign.com