নিজস্ব প্রতিবেদক, কুলাউড়া: ২য় বারের মত অনুষ্ঠিত হল কুলাউড়া পৌরসভা মেধাবৃত্তি পরীক্ষা ২০২৩। পৌরসভার উদ্যোগে ৩য়, ৫ম ও ৮ম শ্রেণীর পরিক্ষার্থীরা অংশ নেয়।
শনিবার (০৯ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২ ঘটিকা পর্যন্ত পৌর শহরের কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ভেন্যুতে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ পরীক্ষা পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করে বলেন, খুব দ্রুত সময়ের মধ্যে পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। এ সময় পৌরসভার সকল কাউন্সিলর, কর্মকর্তা, পরীক্ষা পরিচালনা কমিটির নেতৃবৃন্দসহ এলাকার বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন ।
Development by: webnewsdesign.com