কুলাউড়া উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি বেনু মধাব চন্দ এর সহধর্মিনী ও কুলাউড়া উপজেলা জাসদ ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জজ কোর্টের শিক্ষানবিশ আইনজীবী এড. বিশ্বজিৎ চন্দ বাবলু’র মাতা কৃষ্ণা রানী চন্দ (৫৪) পরলোক গমন করেছেন।
গত (০১ জুন) শনিবার বিকেল ৪টা ২০ মিনিটে সিলেট নর্থইষ্ট মেডিকেল ও কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । উনার অন্তেষ্টিক্রীয়া রাত ১১ ঘটিকায় কাদিপুর ইউনিয়নের চুনঘরস্থ নিজ বাড়িতে সম্পন্ন হয়েছে।
মৃত্যুকালে তিনি স্বামী, ১ পুত্র ও ১ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। কুলাউড়া উপজেলা জাসদ ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জজ কোর্টের শিক্ষানবিশ আইনজীবী এড. বিশ্বজিৎ চন্দ বাবলু জানান, গত ১১ জুন নিজ বাড়িতে উনার শ্রাদ্বানুষ্টান সম্পন্ন হয়েছে। এতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক,সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত থেকে বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
উল্লেখ্য, কৃষ্ণা রানী চন্দ জিবনদর্শায় শ্রীমতভগবত গীতানুরাগী ও ধর্মীয় সাংস্কৃতিক অঙ্গণের সাথে জড়িত ছিলেন।
Development by: webnewsdesign.com