কুলাউড়া উপজেলা যুবলীগ সম্পাদক সবুজের মাতৃবিয়োগ, সর্ব মহলের শোক

সোমবার, ০৮ জুলাই ২০১৯ | ৯:২১ অপরাহ্ণ | 1053

কুলাউড়া উপজেলা যুবলীগ সম্পাদক সবুজের মাতৃবিয়োগ, সর্ব মহলের শোক

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা আওয়ামী যুবলীগের নির্বাচিত সাধারণ সম্পাদক তৃনমূল যুব সমাজের জনপ্রিয় নেতা প্রভাষক মইনুল ইসলাম সবুজের মাতা হাজি খাজুরুন নেছা (৮০) ইন্তেকাল করেছেন।(ইন্নালিল্লাহি…রাজিউন)।

সোমবার (৮ জুলাই) রাত ৩টায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি অনেক গুণগ্রাহী রেখে গেছেন। সকল শ্রেণীপেশার বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে সোমবার বাদ জোহর ভূকশিমইল ইউনিয়নের বাদে ভূকশিমইল রসুলগঞ্জ বাজার প্রাঙ্গনে মরহুমের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়। এদিকে যুবলীগ সাধারণ সম্পাদক প্রভাষক মইনুল ইসলাম সবুজের মাতৃবিয়োগের খবর ছড়িয়ে পড়লে পুরো উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। তাকে শেষ বিদায় জানাতে কুলাউড়ার পৌর কুলাউড়া শহরের দক্ষিনবাজারে অবস্থিত মেসার্স হাজী মিরজান ট্রেডার্স সংলগ্ন বাসায় ও ভূকশিমইল ইউনিয়নের বাড়িতে জড়ো হয়ে কান্নায় ভেঙ্গে পড়েন স্থানীয় গন্যমান্য ব্যক্তিগণসহ শত শত মানুষ।

শোক :

এদিকে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও গভীর শোক জানিয়েছেন আওয়ামীলীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জাতীয় সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি সংসদ সদস্য নেছার আহমদ, সাবেক এমপি ঠিকানা গ্রুপের চেয়ারম্যান এম এম শাহীন, সাবেক এমপি নওয়াব আলী আব্বাস খান, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মতিন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিসবাউর রহমান,কুলাউড়া পৌরসভার মেয়র আলহাজ্ব শফি আলম ইউনুছ,কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনু, উপজেলা আওয়ামীলীগ নেতা ও ভাটেরা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, মৌলভীবাজার জেলা যুবলীগের সভাপতি নাহিদ আহমদ,সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন, জেলা যুবলীগের প্রচার সম্পাদক হাবিবুর রহমান রাজিব,কাদিপুর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান সালাম,কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ আব্দুল কাদির,কুলাউড়া উপজেলা যুবলীগের সাবেক সভাপতি বদরুল ইসলাম বদর, সভাপতি আব্দুস শহীদ, বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা ইউনিটের সভাপতি মোক্তাদির হোসেন, সহ সভাপতি আলাউদ্দিন কবির, সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক শরীফ আহমেদ,সহ সম্পাদক সাইদুল হাসান সিপন,সাংগঠনিক সম্পাদক জসিম চৌধুরী, অনলাইন গণমাধ্যম ২৪টুডে নিউজের সম্পাদক ও প্রকাশক প্রভাষক আফাজুর রহমান চৌধরী (ফাহাদ), বার্তা সম্পাদক ও অনলাইন জার্নালিস্ট সোস্যাল সোসাইটির সাধারণ সম্পাদক ইউসুফ আহমদ ইমন প্রমূখ।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
  • সর্বশেষ
  • সর্বাধিক

Development by: webnewsdesign.com