কুলাউড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে প্রতি বছরের ন্যায় এবারও এক বিশাল ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
(২১ মে) মঙ্গলবার কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলানায়তনে এ ইফতার মাহফিল অনুষ্টিত হয়।
এতে মাধ্যমিক পর্যায়ের শিক্ষকগণ,বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা,সাংবাদিকসহ শিক্ষক সমিতির নেতৃবৃন্দরা অংশ নেন।
ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় কুলাউড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি,আলী আমজদ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল কাদিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক , কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মতিনের পরিচালনায় বক্তব্য রাখেন সাপ্তাহিক কুলাউড়ার সংলাপ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ও ভাটেরা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, শিক্ষক সমিতির সহ-সভাপতি মুজাহিদুল ইসলাম প্রমূখ। দোয়া পরিচালনা করেন মাওলানা তোফাজ্জল হোসেন।
Development by: webnewsdesign.com