নিজস্ব প্রতিবেদক, কুলাউড়া:: কুলাউড়া দারুস সুন্নাহ মডেল মাদরাসায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আয়োজিত মহানবী (সাঃ) এর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও ছাত্র -ছাত্রী দের মধ্যে প্রিয় নবী (সাঃ) এর জীবনী নিয়ে রচনা, কবিতা, নাত, উপস্থিত বক্তব্য সহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়েছে।
সমাপনী অনুষ্ঠানে মাদরাসার প্রিন্সিপাল খন্দকার অজিউর রহমান আসাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার লুতফুর রহমান, ইসলামি ব্যাংক কুলাউড়া শাখার মেনেজার মোঃ আব্দুল্লাহ, আনজুমানে আল ইসলাহ কুলাউড়া পৌর শাখার সভাপতি খন্দকার ফখরুল ইসলাম, খন্দকার আব্দুল কাদির, খন্দকার আব্দুস সালাম, খন্দকার আব্দুল ওয়াহিদ, খন্দকার মুহিবুর রহমান, খন্দকার নুরে হাসান রাসেল, হাফিজ আব্দুল মসব্বির, মোঃ তারা মিয়া, রায়হান খন্দকার, শিহাব চৌধুরী, মাদরাসার শিক্ষক খন্দকার মাহবুবুর রহমান, মোঃ আবুল কাসেম, মোঃ আশরাফুল ইসলাম, মোঃ সিকন্দর আলী, মোঃ মাজহারুল ইসলাম, মাহিদুল ইসলাম, নজির আহমদ, মাদরাসার অভিভাবকবৃন্দ।
Development by: webnewsdesign.com