সি.পি.এ- ক্রিকেট টুর্ণামেন্ট ২০১৯/২০ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ৯ টায় কুলাউড়া এনসি স্কুল মাঠে ক্রিকেট প্লেওয়ার্স এসোসিয়েশন কুলাউড়ার আয়োজনে ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন করেন কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ একে এম সফি আহমদ সলমান।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কুলাউড়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক কুলাউড়ার সংলাপ পত্রিকার সম্পাদক অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, টুর্ণামেন্ট আয়োজকদের মধ্যে বক্তব্য রাখেন, ক্রিকেট প্লেওয়ার্স এসোসিয়েশন সহ-সভাপতি মুসা আহমদ সুহেট, রবিউল আউয়াল মিন্টু, কোষাধ্যক্ষ মোঃ কাওছার হোসেইন (বাবলু)।
অনুষ্ঠানে সি.পি.এ- কুলাউড়ার সভাপতি কামরুল হাসান বখশ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফি আহমদ তানিমের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি বদরুজ্জামান সজল, ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক কাবুল পাল, প্রভাষক আমিন আহমদ, সদস্য বেলায়েত হোসেন লাভলু প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন বর্তমান ক্রিকেটা, ক্রিকেটপ্রেমীসহ সি.পি,এ সকল কর্মকর্তা ও অংশগ্রহণকারী দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |
Development by: webnewsdesign.com