মৌলভীবাজারের কুলাউড়ায় ড্রেজার মেশিনের মাটি কাটা দেখতে গিয়ে স্বর্নালী বিশ্বাস (১১) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। ২৭ নভেম্বর বুধবার দুপুরে উপজেলার কাদিপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামে এই ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, উপজেলার কাদিপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের বাবুল বিশ্বাসের মেয়ে স্বর্ণালী বিশ্বাস দুপুরে বাড়ির পাশে ফানাই নদীতে ড্রেজার মেশিন দিয়ে মাটি কাটা দেখতে যায়। ড্রেজার মেশিন দিয়ে নদীর ভেতরের অংশ থেকে মাটি তুলে বাইরে ফেলার সময় মাটি স্বর্ণালীর উপর পড়ে যায়। এতে স্বর্নালী ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার থানায় নিয়ে আসে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. ইয়ারদৌস হাসান বুধবার সন্ধ্যায় বলেন, লাশের ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করা হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |
Development by: webnewsdesign.com