আপডেট

x


কুলাউড়ায় মশক নিধন ও পরিচ্ছন্নতায় র‌্যালি ও আলোচনা সভা

শুক্রবার, ২৬ জুলাই ২০১৯ | ৬:৪২ অপরাহ্ণ | 719

কুলাউড়ায় মশক নিধন ও পরিচ্ছন্নতায় র‌্যালি ও আলোচনা সভা

‘ নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে  কুলাউড়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে দেশব্যাপী মশক নিধন পরিচ্ছন্নতা সপ্তাহ (২৫-৩১ জুলাই) উপলক্ষে এক আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

২৫ জুলাই বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শিমুল আলীর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জগলুল হায়দার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুলতান মাহমুদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল মতলিব, রুদ্রবীণা সঙ্গীত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ড. রজত কান্তি ভট্টাচার্য, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আবুল বাশার, জাইকার প্রতিনিধি মোঃ মুখলেছুর রহমান, উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ আব্দুল কাদির প্রেসক্লাব কুলাউড়ার সাধারণ সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, সাংবাদিক খালেদ পারভেজ বখশ, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, কালের কণ্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল, যায়যায়দিন প্রতিনিধি আব্দুল আহাদ।



আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক র‌্যালী প্রদক্ষিণ করে। আলোচনা সভায় বক্তারা বলেন, দেশে এখন ডেঙ্গু প্রকোপ দেখা দিয়েছে। এছাড়াও চিকনগুনিয়ার প্রাদুর্ভাব শোনা যাচ্ছে। মশাবাহিত এই দুই রোগের কবল থেকে মুক্তি পেতে সবাইকে সচেতন হতে হবে। উপজেলা পর্যায়ে বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানসহ হাট-বাজারে পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচী পালন করা হবে।

কর্মসূচীর মধ্যে রয়েছে ইউনিয়ন পর্যায়ে সচেতনতামূলক প্রচারণা, পরিচ্ছন্নতা অভিযান ও মশা নিধনে স্প্রে ব্যবহার ও পাশাপাশি নিজ নিজ বসত ভিটার আঙ্গিনা পরিচ্ছন্ন করার জোরালো তাগিদ দেয়া হবে।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
  • সর্বশেষ
  • সর্বাধিক

Development by: webnewsdesign.com