আপডেট

x


কুলাউড়ায় ভোক্তা অধিকার অভিযানে দুই প্রতিষ্টানের জরিমানা!

বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০১৯ | ৯:৪৯ অপরাহ্ণ | 364

কুলাউড়ায় ভোক্তা অধিকার অভিযানে দুই প্রতিষ্টানের জরিমানা!

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ষ্টেশন রোড, ইষ্টার্ণ শপিং সেন্টার ও তার আশপাশের এলাকার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ টি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ ২৪ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

অভিযানে সহযোগিতা করেন কুলাউড়া থানার পুলিশ ফোর্স । অভিযানকালে ষ্টেশন রোডে অবস্থিত মা মনি ড্রাগসকে ৩ হাজার টাকা, ইষ্টার্ণ শপিং সেন্টারে অবস্থিত নূর ষ্টোরকে ২ হাজার টাকাসহ মোট ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।



বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন উক্ত অভিযানে নিদিষ্ট তাপমাত্রায় নির্ধারিত ঔষধসমূহ রাখার বাধ্যবাধকতা থাকলেও বিদ্যুতের লাইন বন্ধ রেখে ফ্রিজে ঔষধের মান নষ্ট করা, মেয়াদ উত্তীর্ণ প্রসাধনী বিক্রয় করাসহ বিভিন্ন অপরাধে ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এসকল জরিমানা করেন।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
  • সর্বশেষ
  • সর্বাধিক

Development by: webnewsdesign.com