আপডেট

x

কুলাউড়ায় ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা

মঙ্গলবার, ০৩ আগস্ট ২০২১ | ৬:৩১ অপরাহ্ণ | 341

কুলাউড়ায় ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা
স্টাফ রিপোর্টার: কুলাউড়া শহরের এক ট্রাভেলস্ ব্যবসায়ীর উপর সন্ত্রাসীর হামলার ঘটনার খবর পাওয়া গেছে। জানা যায়, জুম্মার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার পর হামলায় শিকার হন সেন্ট্রাল ট্রাভেলস্ এন্ড ট্যুরস্ এর মালিক আব্দুল মুনিম (হাসান)।
এ ঘটনায় কুলাউড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এ ব্যবসায়ী। অভিযোগে বলা হয়েছে, গত শুক্রবার (৩০ জুলাই) মধ্য হাসিমপুর জামে মসজিদে পবিত্র জুম্মার নামাজ আদায় করে বের হন ব্যবসায়ী আব্দুল মুনিম (হাসান)। এসময় পরিকল্পিত ভাবে স্থানীয় হাসিমপুরগ্রামের বাসিন্দা সাদেক মিয়ার ছেলে জাসিম মিয়া (২২), আবুল মিয়ার ছেলে সোহেল মিয়া (২৩), সাদেক মিয়ার ছেলে ফাহিম মিয়া (২৬), আবুল মিয়ার ছেলে পায়েল মিয়া (২১)সহ অজ্ঞাতনামা কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে প্রাণনাশের উদ্দেশে হামলা চালিয়ে গ্রুরুতর জথম করে সাথে থাকা নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।
হামলার পরে গুরুত্বর অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এসময় প্রাথমিক চিকিৎসাসেবা দিয়ে বাড়ীতে প্রেরণ করে। তকে ঘটনার পর থেকে একটি হাতে প্রচন্ড ব্যাথা অনুভব করছিল ওই ব্যবসায়ী। ব্যাথা নিয়ে হাতের এক্সে করা হলে ডান হাতে গ্রুরুতর জখম দেখা যায়।
এ বিষয়ে কুলাউড়া খানার এস.আই অপু কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইননানুগ ব্যবস্থা নেয়া হবে।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
  • সর্বশেষ
  • সর্বাধিক

Development by: webnewsdesign.com