কুলাউড়া উপজেলা রাউৎগ্রাও ইউনিয়নের নর্তন গ্রামে ঝুকিপূর্ণ পিডিবির জুলন্ত তাঁর মাটিতে পড়ে ৪টি মহিষের মৃত্যু হয়েছে।
আজ শনিবার (৬ জুলাই) বিকাল ৬ টারদিকে নর্তন গ্রামে এ ঘটনা ঘটে। আকাই মিয়া ৩টি মহিষ, যার আনুমানিক মূল্য ৩ লক্ষ টাকা এবং আক্তার মিয়ার ১ টি যার মূল্য ১ লক্ষ টাকার বেশি।
এলাকার স্হানীয় সুত্রে জানা যায় অনেক দিন ধরে এলাকার বিদ্যুৎতের লাইন গুলো নিচের দিকে হেলে থাকায় এ দূর্ঘটনা ঘটেছে। এলাকার বাসীন্দারা পিডিবিতে অভিযোগ জানালে ও তা এড়িয়ে চলেন পিডিপির কর্মকর্তারা। ঘটনার পর রাউৎগাঁও ইউপি চেয়ারম্যান ঘটনাস্হল পরিদর্শন করে জানান আমি এই ঘটনায় মর্মাহত আমি অনেক বার পিডিপির সাথে এবিষয় কথা বলেছি কিন্ত কোন সাড়া পাইনি।
এবিষয় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান কুলাউড়া নির্বাহী কর্মকর্তা আবুল লাইচ জানান আমি পিডিবির কর্মকর্তার সাথে যোগাযোগ করেছি ওনারা ব্যবস্হা নিবেন।
Development by: webnewsdesign.com