বুধবার, ০৭ এপ্রিল ২০২১ |
১১:১৬ অপরাহ্ণ | 286
নিজস্ব প্রতিবেদক, কুলাউড়া:: কুলাউড়ায় ফের বাড়তে শুরু করেছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। করোনার দ্বিতীয় ঢেউ কুলাউড়া উপজেলায় ছড়িয়ে পড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় জেলায় আরও ৬ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বৃদ্ধি পাওয়ায় মাস্ক ব্যবহার করার আহ্বান জানাচ্ছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
জানা যায়, কুলাউড়া উপজেলায় নতুন করে ১ মহিলাসহ আরও ৬ জনের নমুনা পরীক্ষায় করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। বুধবার (০৭ এপ্রিল) রাতে তাদের পজিটিভ রিপোর্ট হাসপাতালে পৌঁঁছায়।
২৪টুডে নিউজ কে এ তথ্য নিশ্চিত করেছেন কুলাউড়া উপজেলা স্বাস্থ্য বিভাগ। করোনাক্রান্ত ৬ জনের মধ্যে পৌর এলাকার উত্তর কুলাউড়ার ১ জন, মাগুরা এলাকার ১ জন এবং উছলাপাড়া এলাকার ১ জন, টিলাগাঁও ইউনিয়নের নৈইমপুর এলাকার ১ জন, পৃথিমপাশার ১ জন ও জয়চন্ডী ইউনিয়নের পুশাইনগর এলাকার ১ জনসহ মোট ৬ জন।
করোনা আক্রান্তদের মধ্যে ৩ জন গত ৩ এপ্রিল ও অপর ৩ জন গত ৫ এপ্রিল কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা স্যাম্পল দেন। স্যাম্পল দেয়ার পর বুধবার রাতে ৬ জনেরই রিপোর্ট পজিটিভ আসে। আক্রান্তদের হাসপাতাল কর্তৃপক্ষ তাদের নিজ বাড়িতে আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছেন।