কুলাউড়ায় নতুন ৪জন-সহ মোট ৮জনের শরীলে করোনা শনাক্ত!

শনিবার, ২০ জুন ২০২০ | ৮:৩৫ অপরাহ্ণ | 546

কুলাউড়ায় নতুন ৪জন-সহ মোট ৮জনের শরীলে করোনা শনাক্ত!

কুলাউড়া উপজেলায় নতুন ক‌রে আরও ৮ জ‌ন ব্য‌ক্তির কো‌ভিড-১৯ রি‌পোর্ট প‌জে‌টিভ এ‌সে‌ছে। এর ম‌ধ্যে নতুন আক্রান্ত ৪ জন এবং পুর‌নো আক্রান্ত বরমচাল ইউ‌নিয়‌নের মান্না চক্রবর্তীর প‌রিবা‌রের ৪ জনের রি‌পোর্ট পুনরায় প‌জে‌টিভ এ‌সে‌ছে।

শ‌নিবার (২০ জুন) বিকা‌ল ৪ টার দি‌কে উপ‌জেলা স্বাস্থ্য, প‌রিবার ও প‌রিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল হক এ তথ্য নি‌শ্চিত ক‌রেন।
তি‌নি ব‌লেন, গত ১৭ ও ১৮ জুন দুই দি‌নের ক‌রোনা উপসর্গ নি‌য়ে পাঠা‌নো স্যাম্পুলের বিপরী‌তে ৮ জ‌নের রি‌পোর্ট প‌জে‌টিভ এ‌সে‌ছে। এ‌দের ম‌ধ্যে ৪ জন নতুন এবং ৪ জন পুর‌নো।

এ‌তে উপ‌জেলায় ক‌রোনায় আক্রা‌ন্তের সংখ্যা ৫৭ তে ‌গি‌য়ে পৌঁছা‌লো। এর মধ্যে ১১ জন করোনামুক্ত হয়েছেন বলে জানা গে‌ছে।
নতুন করে করোনায় আক্রান্ত ৪ জনের মধ্যে ‌পৌর এলাকার শি‌বির রো‌ডের একজন (৩০), ব্রাহ্মণবাজার ইউ‌নিঢ‌নের হিঙ্গা‌জিয়া গ্রা‌মের একজন ম‌হিলা (৪৬), রাউৎগাঁও ইউ‌নিয়‌নের এক বৃদ্ধ (৮২), কর্মধা ইউ‌নিয়‌নের হাসিমপুর এলাকার একজন (৪৫)।
আক্রান্ত নতুন ৪ জনের বাড়ি লকডাউনের প্রস্তুতি চলছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
  • সর্বশেষ
  • সর্বাধিক

Development by: webnewsdesign.com